Breaking News
Home / Breaking News / বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বাগেরহাটে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। সকালে নতুন পুলিশ লাইনের সামনে থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পুলিশ লাইনের সামনে শেষ হয়। পরে বেলুন ওড়ানোর মধ্যে দিয়ে নতুন পুলিশ লাইন ড্রিলশেড মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাসেলুজ্জামান এর সঞ্চালনায় জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, অন্য অন্য দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান (অর্থ),জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদ সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান সহ প্রমুখ এদিন কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয় এতে পুরস্কার গ্রহণ করেন রামপাল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদ। এ সময় পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ কমিউনিটি পুলিশিং এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।

Powered by themekiller.com