Breaking News
Home / Breaking News / অনবদ্য ও সময়ের আলোচিত কবি সারমিন জাহান মিতুর কবিতা “প্রতিশোধ “

অনবদ্য ও সময়ের আলোচিত কবি সারমিন জাহান মিতুর কবিতা “প্রতিশোধ “

প্রতিশোধ

সারমিন জাহান মিতু

৩-১১-২০২৩

বাকরুদ্ধ কলম ও কালি
কাগজের সাদা পৃষ্ঠা জুড়ে
মানুষের নরকঙ্কাল খেলা করে
রোজ নরপিশাচের রক্ত পিয়াসে,

এ কেমন সভ্যতার মহা উৎসবের
নগ্ন নৃত্য রোজ পোড়ে নিষ্পাপ
পৈচাশিক লড়াইয়ে।

তবুও হাসে প্রকৃতি নীরবে
মানুষ হবার ইতিহাস লজ্জায়
মুছে যায়,

আঁতকে ওঠে প্রিয়জন এই বুঝি
পাশে ঘুমন্ত শিশুর নিঃশব্দে নিঃশ্বাস পরিত্যাগ।

যে শিশুরা পুড়ে পুড়ে মরে যায়
অনাহারে কেঁদে কেঁদে বেঁচে থাকার আকুতি জানায়
ওরা কি হিন্দু – মুসলিম – বৌদ্ধ – খ্রীস্টান নাকি অসহায় মানুষের দল,

আমি ওদের পরিচয় দিতে আসিনি
আমি মানুষ হয়ে মানুষের কথা বলছি
হে বিশ্ব জাগ্রত হও
জেগে উঠুক মানুষের মানবতার শ্লোগান।

বেঁচে থাকুক সকল শিশু
সোনালী সূর্য হয়ে হেসে উঠুক
বেঁচে থাকার আনন্দে,

হে প্রকৃতির কর্ণধার এবার প্রকৃতির প্রতিশোধ নির্ভেজাল হোক
যে আগুনে পুড়ে শিশু
সে আগুন হোক ওদের প্রতিশোধ।

Powered by themekiller.com