Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটনের “এই শতাব্দীর নাটক”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটনের “এই শতাব্দীর নাটক”

|| এই শতাব্দীর নাটক ||
– আব্দুল্লাহ আল মামুন রিটন

ছোট ছোট প্রজাপতির অপমৃত্যুর শোকে
মলিন হয়ে ঝরে পড়ছে ফুলের পাপড়িগুলো।

বিবর্ণ পাতাগুলো ঝরতে শুরু করেছে
কেউ পতাকায় লিখে রেখে গেছে স্লোগান-
আগামী শতাব্দীগুলো কাঁদবে ভীষণ শোকে।

ভ্রণগুলোও অকালে ঝরে পড়ছে মাতৃ জোঠরে
মায়েদের লাশগুলো লাল রক্তের কাফনে ঢাকা।

জলজ গুল্মগুলো জলের উপরে ভাসছে
এতো এতো লাশের মৌন মিছিলে কেউ বলছে-
এই শতাব্দীর হিংস্রতা- সকল ঘৃণার ঊর্ধ্বে উঠেছে।

শ্লোকগুলো তুলে আনা ঐ পশ্চিম প্রান্ত থেকে
যেখানে অহেতুক পুড়ছে এই শতাব্দীর ইতিহাস।

একটা বিকৃত গল্পের নাট্যরূপ দিতে ব্যস্ত
নির্বোধ, নির্লজ্জ, অমানবিক নাট্যকার, এরপর
হয়তো শতাব্দীর আরও কিছু ঘৃণ্য নাটোক মঞ্চস্থ হবে।

Powered by themekiller.com