Breaking News
Home / Breaking News / কবি Chanda এর কবিতা ” কবিতার মর্মার্থ “

কবি Chanda এর কবিতা ” কবিতার মর্মার্থ “

কবিতার মর্মার্থ

জীবনের মর্মার্থ বুঝতে না পেরে হৃদয় শতসহস্র খণ্ড
বিতাড়িত প্রেম আর প্রতারণা
শত খণ্ড অব্যক্ত কটূক্তি জমিয়ে
হৃদয় গোলা বারুদের ওয়্যারহাউস
তিক্ততায় ভরপুর দিবারজনী,
তারপর ও সন্ধ্যায় কবিতার বই হাতে,
গভীর চিন্তায় মত্ত নীলাঞ্জনা, ওরফে নীল,
কবি কী বলতে চেয়েছিলো জনৈক কবিতায়,
এলোচুলে হাত বুলায় নীল,
হয়তো হবে কোনো নিষ্ঠুর প্রেমিকের প্রস্থান,
কবিতার ছন্দে কেবল না পাওয়া প্রেমের বেদনা
নীল এর হৃদয় কষ্টে কম্পমান,
অদেখা কল্পনার মোহ জালে, ওই নিষ্ঠুর প্রেমিকের প্রতি
জন্মে তীব্র ঘৃণা,
হাতে যদি থাকতো কোনো ক্ষুর, রক্তের বন্যায় ডুবিয়ে দিত, নীল ,
ওই কবিতার ঘৃণ্য প্রেমিককে,
বই হাতে ধরে রেখে আঙুলগুলো চেপে বসলো কঠিন ভাবে,
উন্মাদনায় অস্থির হলো শিরা উপশিরা,
স্বীয় জীবন ম্লান হলো, কষ্টগুলো হলো ঝাপসা,
নাহ, কবিতার জীর্ণ নারীর প্রতি নীল এর মনে জাগলো চরম ভালোবাসা, বিদীর্ণ হৃদয় জুড়ে হালকা ঠান্ডা বাতাস বইল,
টিভির সামনে চা এর কাপ নিয়ে বসে থাকা ভণ্ড স্বামীর দিকে
এক পলক চাহনি দিল নীল
কবিতার প্রেমিকটা আরও অনেক জগন্য,
মৃদু হাসল, যাক, অতটা খারাপ নয় ওর স্বামী
কবিতার মর্মার্থ বুঝতে পেরে, নিজেকে মনে হলো ধণ্য,
না পাওয়া প্রেম যেন আলতো স্পর্শ দিলো,
নীল এর হৃদয় এর কষ্ট পশমিত হলো!!!!

Chanda
18-September 2023

Powered by themekiller.com