Breaking News
Home / Breaking News / জামালপুরে গরু চুরির মামলায় হাতে নাতে আটক ছাত্রলীগের সাবেক নেতা ও এক এমপি প্রার্থীর সমর্থক

জামালপুরে গরু চুরির মামলায় হাতে নাতে আটক ছাত্রলীগের সাবেক নেতা ও এক এমপি প্রার্থীর সমর্থক

নিপুন জাকারিয়া :—

জামালপুর সদর উপজেলার বাশচঁড়া ইউনিয়নে গরু চুরির মামলায় ছাত্রলীগের সাবেক নেতা ও সদর আসনের এক এমপি প্রার্থীর সমর্থন কারীকে আটক করেছে পুলিশ। (৩০ অক্টোবর) সোমবার রাতে জামালপুর সদরের বাশচঁড়া ইউনিয়নে মোহনপুর বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মোহনপুর বেপারীপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আসলাম হোসেন ও তার ভাই আনোয়ার হোসেন।

এরমধ্যে আসলাম হোসেন বাঁশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচলে ফেষ্টুন, ব্যনার ও প্রচারনার সদর আসন থেকে এক এমপি প্রাথীকে সমর্থন জানিয়ে যাচ্ছে।

শতশত বিক্ষুব্ধ এলাকা বাসী তাদের বক্তব্য দাবী করেন, আসলামের পছন্দের প্রাথী উঠে আসলেই, তার চুরির কারবার আরো গতিশীল হবে।

জানা যায়, সদরের ঘোড়ারকান্দা এলাকার কৃষক ছোরহাব আলী জানায়, গত ১৫ অক্টোবর তার একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়। একইরাতে ওই এলাকা থেকে কৃষক আবুল কালামের একটি গরু চুরি হয়। খোঁজাখুঁজির পর আসলাম ও আনোয়ার হোসেনের বাড়ির গোয়ালঘরে গরু তিনটি পাওয়া যায়। এ সময় শতশত বিক্ষুব্ধ জনতা ওই বাড়ি ঘেরাও এবং ভাংচুর করে। এ সময় জনতা তাদের দুই ভাইকে গরুসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় কৃষক ছোরহাব আলী বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেছেন।

নিপুন জাকারিয়া
জামালপুর
৩১-১০-২৩

Powered by themekiller.com