Breaking News
Home / Breaking News / কলামিস্ট বব চৌধুরীর লেখা”১৯৫৮ এবং আমি “

কলামিস্ট বব চৌধুরীর লেখা”১৯৫৮ এবং আমি “

পর্ব -৩
লিখতে ইচ্ছে করছে🧤🧤🧤🧤 অসমাপ্ত ভালোবাসা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় ॥ মানুষকে অনেক কষ্ট দিয়ে ও নিজে ভালোবাসা পায়। আর কেউ কেউ এতো হতো ভাগা যে, অনেক বেশি ভালোবেসে ও বিনিময় শুধু কষ্ট পেতে হয়। কি ক্ষতি করেছি আমি তোমার? কি ক্ষতি তুমি জানো না তুমি শুধু আমার॥ জিবনে কারো জন্য থেমে থাকে না। এই পৃথিবী নিয়ম জীবনকে শান্তিতে থাকতে দিবে না।মানুষ ছুটে চলে কিছু পাবার আশায় কেউ আবার বাস্তবকে গল্পের মধ্য দিয়ে তুলে ধরে অন্যকে কিছু দেবার নেশায়। জীবন কখনো মানুষের নিয়মে অনুযায়ী চলে না।নদীর মতো নিজের গতিতে বয়ে চলে। ❤️‍🩹মন দিয়ে শুনো happiness সুন্দর relationship কিংবা অন্তর দিয়ে friendship কোনোটাই মানুষ দেখতে চায় না বা সহ্য করতে পারে না।তারা কেন এত ভালো আছে বা সুখে আছে। নজর লাগা বলতেও একটা জিনিস আছে।সবাই তোমার ভালো চায় না। মেয়ে মানুষ প্রচন্ড অভিমানী।অভিমান করবে,না খেয়ে থাকবে কিন্তু প্রিয় মানুষ টার প্রয়োজনীয় বিষয়ে ঠিকই খেয়াল রাখে।বেখেয়ালি থাকে তো শুধু নিজের বেলা,নিজেকে কষ্ট দেয়। প্রিয় মানুষের একটু সুন্দর কথায় একটা ছোট্ট সরি তে,একটু বুকে জড়িয়ে নিলে নিমিষেই উধাও হয়ে যায় তার অভিমান॥

পর্ব-৪
১৯৫৮ এবং আমি
বব চৌধুরী

🧤নিজের মেন্টালিটির কাউকে আপন করা যাবে না, কারণ দুই পাগল কখনো একসাথে থাকতে পারে না।
একটি বাগধারাটি দ্বারা আসলে এটাই বোঝানো হয় যে,এক শ্রেনীর সকল লোক বা বস্তু কার্যক্ষতায় সমান পারদর্শী হয় না।হাতের পাঁচ আঙুল সমান নয় এই মর্মে বাংলায় যেমন একটি জনপ্রিয় প্রবাদ আছে, তেমনি বাস্তবেও হাতের পাঁচটি আঙুল সমান হয় না।কর্মে দৈর্ঘে শক্তিতে চেহারায়,বৈশিষ্ট্যে হাতের পাঁচটি আঙুল আসলেই ভিন্ন। হাতের পাঁচ আঙ্গুল কখনো সমান হয় না এটার মাধ্যমে বোঝানো হয় যে একই পরিবারের যদি অনেক কটা ভাই বোন থাকে তাহলে তাদের পারফরম্যান্স সবার কখনোই সমান হবে না । সবাই ডাক্তার হবে না বা সবাই ইঞ্জিনিয়ার হবে না এদের মধ্যে দুই একজন হয়তো থাকবে যার দ্বারা কোন কিছুই করা সম্ভব হবে না ও হতে পারে জীবনে॥ এইটা তেমন কঠিন কিছু না। আমরা যেমন প্রত্যেক মানুষ বিভিন্ন দিক দিয়ে ভিন্ন। আমি সব সময় এই জিনিসটাকে ফলো করার চেষ্টা করি॥Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with there stupid experience.

Powered by themekiller.com