Breaking News
Home / Breaking News / কলামিস্ট বব চৌধুরীর “১৯৫৮ এবং আমি”

কলামিস্ট বব চৌধুরীর “১৯৫৮ এবং আমি”

এই লেখাটি এর প্রতিটি লাইন সত্য এবং নিজের ভেতর থেকে লেখা। এখানে হিপোক্রেসি থাকতে পারে। মিথ্যে নেই।🧤🧤🧤🧤🧤🧤🧤নিজের ছায়ার চেয়ে আপন কেউ নেই, কিছু নয়। একমাত্র ধুসর প্রানহীন ছায়া অবয়ব হয়ে পাশে থাকে; সুখে-দুঃখে, মায়া বা মমতায়, অপরাধে। আলোয় দৃশ্যমান আর অন্ধকারে লুকিয়ে অনুসরণ করে অক্লান্ত। ভাই আপনি আমার মনের কথাগুলি এভাবে গুছিয়ে আপনি বলে দিলেন কিভাবে ? 🧤
নিজের চাইতে আপন কেউ নেই। নেই। 
জীবনানন্দের ছায়া নাম নিয়ে তার মত কান্ড করে বসবেন না ভাই। নিজের জন্য্ই বাঁচতে হয়।অসুখ একটা, আমার ও আছে, মাঝে এমন কিছু হয়ে যায় যে তাতে ইচ্ছেটাই করণীয় বলে মনে হয় তখন কিছু করি। কিন্তু যারা মরতে চায় তারাই পারেনা।কিন্তু আসলে কি মৃত্যুটা যখন সামনে এসে পড়ে, তখন আর মরে যাবার ইচ্ছে থাকেনা।বাঁচতে ইচ্ছে করে, সব ভুলে। জীবন ছেড়ে চলে যাব তখন এটা ভাবতে অনেক কষ্ট হয়।🧤
কারণ টা হল, আমি মরে গেলে আমি ছাড়া আর কারো খুব একটা ক্ষতি হবেনা। আমার পরিবার স্ত্রী এবং সন্তানদের খারাপ লাগবে, একটু সয়ে নিতে সময় লাগবে। আর যেসব বা যাদের কারণে মরতে চাই, তাদের তো কোন আসে যায় না।
মানুষ গুলো বলতে থাকে, আরে আমরাতো মরে তো আর যায়নি।
অন্যের জন্যে না, নিজের বাবা মা’র জন্যেও না, কারো জন্যই না।🧤🧤
নিজের জন্যে বেঁচে থাকতে হবে, জীবনের একটা অর্থ এবং উদেশ্য থাকে, সেই খুঁজে বের করবার চেষ্টা করছি। উপদেশ দেয়ার মতো কিছু নেই, আর যে মরে যেতে চায় তার কাছে সব অর্থহীন।
যা ইচ্ছে নিজের জন্যে করুন, একটু স্বার্থপরতার দরকার আছে, নইলে সবাই ব্যবহার করবে আমাকে।মৃত্যুচিন্তা মানুষকে মহত্তর ভাবনা ও উপলব্ধি এনে দেয়।
বব চৌধুরী🧤

পর্ব-২
আমি উপলব্ধি করতে
পারলাম, আমার মতো পুরোপুরিঢাকা শহরে বড় হয়ে ওঠা একজন যুবক কাছে আমেরিকার জীবন একেবারেই আলাদা একটা ব্যাপার এ দেশ সব কিছু নিজে করতে হয়। জিবনে দাইয়েত নেয়া শিখিয়ে দেয়। ইয়েস আমি আমেরিকা টে তার মানে এই না সব কিছু সোনার সোহাগা।জিবনে সব কিছু কষ্ট করে লেখাপড়া শিখতে হইয়েছে জিবন কে একটা নীয়ম মধা পরিচালনা করতে হয়েছা।পৃথিবীতে এই জিবন বাচিয়ে চলার জানতে ও শিখতে হয়েছে। জীবন মানেই যুদ্ধ এই জীবন যুদ্ধে কিভাবে আমি নিজেকে বিজয়ী করতে পারি? সে চেষ্টা করছি বিগত বছর গুলোতে।কিছুদিন পরে অনেকেই ফোন করা বন্ধ করে দিয়েছি , কারণ সবার নিজেদের জীবনের ব্যস্ততা আছে? বিদেশে আসার কথা অনেকে বললে আসেনি বা আসতে পারে নি। আগের চেয়েও আমি যেন বেশি একাকীত্ব বোধ করতে শুরু করলাম। 🧤
মিস করি দেশকে পরিবারকে এবং বন্ধুদের মিস করেছি জুয়েল আমার ছোটবেলার সবচাইতে প্রথম বন্ধু যে প্রত্যেকদিন সকালে আমার বাসায় আসতো তারপর আমরা দুজনে মিলে একসাথে স্কুলে যেতাম ॥আবুল ও চুত্তু কে এবং জুয়েল কে ও ছিলো ভেরি ফার্স্ট ফ্রেন্ড in my Life তাছাড়া আনেক কে বুলি কথা আনেক মনে পড়ে also Zakirbhai great Soul আনেক স্মৃতি জড়িয়ে আছে আমার॥ আমার বন্ধুরা অনেক অনেক কথা জমে আছে তোদের জন্য আমার। আমার যত ভালো লাগা, মন্দ লাগা বা এমন অনেক অনেক রাগ দুঃখ আর ভালোবাসা নিয়ে অনুভুতির উজাড় করে ঢেলে দেওয়া হয়না আমার আর তোদের কাছে। মিস করি আমার এক মামা কে নাম শান্ত আমাকে অনেক পছন্দ করে। আমি ওর বার্গার মামা। কোথায় গেলো আমার সেই দিন গুলো। এ ধরণের অনুভূতি সামলানো সত্যিকারের একটা লড়াই॥🧤
ছোটবেল তখন এক ধরণের অনুভূতি হয়। বন্ধুদের সঙ্গে কথা বলি এবং একটি ডায়রিতে লিখে রাখতiয়ম কি কথা বলছি কিন্তু এই আবেগকে নিয়ে জীবন নিয়ন্ত্রণ করার সুযোগ দেয় না। আমরা এই পৃথিবীতে জন্মেছি বাচার জন্যে, নিশ্চয় যুব্ধ করার জন্য না। জীবন মানেই যুদ্ধ, আর যুদ্ধ মানেই কঠিন কিছু, যুদ্ধ জয় করা সহজ কিছু না, সবাই যুদ্ধ জয় করতে পারেনা। তবে সৎ সাহস সৎ উদ্যেশ্য হলে এক সময় যুদ্ধ জয় করা যায়। আমরা সবাই ভালোভাবে বাঁচতে চাই। আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমরা আমাদের শারীরিক সুস্থতা চাই। আমরা বংশ বিস্তার করতে চাই।আমরা রাতে শান্তিতে ঘুমুতে চাই আর এই সমস্ত দুশ্চিন্তায় মানুষের জীবনটাই পুড়ে ছারখার করে দেয়েই। আশ্চর্য্যের কথা হচ্ছে, দুশ্চিন্তা মনুষ্য ধর্ম্ম।আর মানুষ যত উন্নত হচ্ছে, ধনসম্পত্তির অধিকারী হচ্ছে, তত তার দুশ্চিন্তার বেড়ে চলেছে। দুশ্চিন্তা মানুষকে ভীতু করে তোলে।দুশ্চিন্তা ভয়ের জন্ম দেয়।বিশ্বাস বা আত্মবিশ্বাস  বিশ্বাস ও ইচ্ছে কিন্তু এক জিনিস নয়। বিশ্বাস একটা শক্তিশালী একতানতা।জীবন একটা যুদ্ধ, জীবনের উচ্চশিখরে উঠে হবে আমাদের সবাই কে। আপনি জন্মেছেন মানে আপনি শুরু করেছেন, সাফল্যের পাহাড়ে উঠবার জন্য তৈরী হয়েছেন। এবং আপনি অবশ্য়ই একদিন এই জীবন-সাফল্যের উচ্চে  পৌঁছে যাবেন। শুধু আপনার মধ্যে দৃঢ় বিশ্বস রাখতে হবে, আমি পারি, এবং আমি পারবো এই বিশ্বাসে  অটল থাকতে হবে। সাফল্য হচ্ছে একটা করে সিঁড়ি তৈরী করা, যার উপরে ভর করে উপরে উঠতে হবে। আমি ১৯৮৩ সালের ১৮ জুনে ওয়াশিংটন IAD Land করেছি। জীবনের ৩৯+ year’s এই Desha
কেটেছে আমার। আজ আমি যা সব আল্লাহর মেহেরবানীতে এবং নিজের ক্লান্তিহীন চেষ্টা।
বব চৌধুরী🦋

Powered by themekiller.com