নিপুন জাকারিয়া :—
বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির জামালপুরে জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার দিনব্যাপী জামালপুর রিক্রিয়েশন ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির জামালপুর জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন খসরু সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাসের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক বৃহত্তর ময়মনসিংহ কৃতি সন্তান আলহাজ্ব এইচ আর খান পাঠান সাফি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক স্ত্রী উজ্জ্বল সাহা, গোলাম মস্তুফা মানিক, আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা শফি আফজালুল আলম, জামালপুর জেলার বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সুমন, সাবেক সহ সম্পাদক ও সদর উপজেলার সহ-সভাপতি মনজুরুল রাফি, জেলার সাংগঠনিক সম্পাদক সোজায়েত আলী সোজা, সদর উপজেলার সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহিনসহ অনেকে।
ত্রি- বার্ষিক সম্মেলনে অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সারা জেলার প্রায় ৩ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। বক্তরা তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনায় তুলে ধরেন। প্রথম অধিবেশন শেষে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এইচ আর খান পাঠান সাফির সঞ্চালনায় আগামী তিন বছরের জন্য পুনরায় আওলাদ হোসেন খশরু সভাপতি এবং এ কে এম শফিকুল ইসলাম জুলহাস সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।