Breaking News
Home / Breaking News / কবি মোঃ ইসহাক মিয়ার এক গুচ্ছ কবিতা

কবি মোঃ ইসহাক মিয়ার এক গুচ্ছ কবিতা

অক্ষরবৃত্ত ছন্দ (৮+৬)

সত্যের নিশান
মোঃ ইসহাক মিয়া

সত্য ছাড়ছে মানুষ প্রাণের মায়ায়,
কথা কহিতে কাঁপন ধরে যে হিয়ায়।

চলিলে ন্যায়ের পথে যেতে পারে শির,
পথভ্রষ্টে বজে সবে,মানে যেন পির।

সব হেরি আঁখি বুজে না দেখার ভান,
সাক্ষী দিলে সত্য বলে যেতে পারে প্রাণ।

মিথ্যা ঘাতে ভাঙে নিত্য সত্যের কৃপাণ,
যে সত্য চির অম্লান চির মহিয়ান।

সৃষ্টির সেরা মানুষ মনুষত্ব ভুলে,
ইবলিশ পদধূলি মাথে নিচে তুলে।

সমাজের অবক্ষয় হেরিয়া নির্বাক,
করে রাজ যেন চিল শকুনের ঝাঁক।

পীড়নে অতিষ্ঠ আজ ন্যায়ের পূজারী,
চিৎকারে করে নাকো তবু আহাজারি।

ভয়ে পরান কাঁপছে দেখো থরথর,
যেন ভেজা বিড়াল না হয় কবুতর।

বদ্ধ ঘরে থাক যদি প্রাণ ভয়ে সবে,
নিশি শেষে নব সূর্য উদিত না হবে।

আর কতকাল রবে নিভৃতেই সয়ে,
দেখ চেয়ে সত্য যাচ্ছে অন্ধকারে ছেয়ে।

ভবিষ্যৎ প্রজন্মের তরে গড়ো দেশ,
থেকো নাকো নিয়ে আর সন্ন্যাসীর বেশ।

পাল্টাতে হবে শীঘ্রই এ হেন শাসন,
দেবী রূপে গর্জে করে অসুর নিধন।

বাজা দামামা উড়িয়ে সত্যের নিশান,
নব শক্তি রণাঙ্গনে আগারে জোয়ান।

তোলরে সুরা করিয়া বিষান মন্থন,
হীন বলবান বাঁধি ভ্রাতৃত্বে বন্ধন।

ভয়ের পাহাড় চূর্ণ করে পদাঘাতে,
দল বদ্ধে চল আগে চল বজ্রাঘাতে।

খঞ্জরে দ্বিভাগ করো পাষাণের বক্ষ,
তিমির আঁধার নাশি ফুটা শুক্লপক্ষ।

ব্যথিত হৃদে বিবেক রেখে অবিচল,
সত্য করো সদা চির উজ্জ্বল,প্রোজ্জ্বল।

মিথ্যার বুকে মারিয়া বিষাদের বান,
দাফন কবরে,কিংবা পোড়াও শ্মশান।

——————————————-
পেত্রার্কীয় রীতি (৮+৬)
শিরোনাম – সুরাহা
কলমে – মোঃ ইসহাক মিয়া

পণ্যের বাজার আজি যেন হুতাশন,
প্রতিটা সদায়ে মূল্য অতিব চরম।
হুহু করে মূল্যবৃদ্ধি হচ্ছে হরদম,
নিম্ন আয়ের মানুষ,দুর্ভোগ্য জীবন।।
নাজেহাল হয় তারা,ভেবে পেরেশান,
এমন কিছুই নেই বাড়েনিকো দাম।
তার উপরে কমেছে মজুরের কাম,
গরিবেরা পায়নাকো ভেবে সমাধান।

এই হেন পরিস্থিতি তরে কারা দায়ী ?
প্রোন্নত মহল,যারা এ দেশের মাথা।
গ্রাস করছে সম্পদ আমজনতার।
এর যথা প্রতিকার চাই মোরা স্থায়ী,
আর যেন নাহি বাড়ে কারো ঋণ খাতা।
দ্রুত সুরাহা করুন দেশ সরকার

——————————————-
পেত্রার্কীয় রীতি (৮+৬)
শিরোনাম – পর শক্তি
কলমে – মোঃ ইসহাক মিয়া

বন্দিদশায় জলসা ঘরে নাচে মেয়ে,
হরিত হৃদ ছড়িয়ে রূপের কিরণ।
অন্তরে জ্বলত সদা চিতার দহন,
গুমরে কাঁদত হিয়া মৃত্যু পানে চেয়ে।
দাসত্ব নিভৃতে সহে তিলে তিলে ক্ষয়ে,
নেই বিন্দু স্বাধীনতা আহা কি জীবন,
স্বর্ণ তনু গ্লানি মেখে হারায় যৌবন।
নিবৃত করিত ক্ষুধা নিজে বিক্রি হয়ে।

নেই আজ রাজা প্রজা নর বেচাকেনা,
গরিবের দাসত্বের হয়েছে কি মুক্তি?
চারিদিকে হেরি আজো সেই লেনাদেনা,
নরমের যম সবে শক্তে করে ভক্তি।
স্বাধীনতা মূল রীতি হল নাকো চেনা,
আমাদের রাজ করে আজো পর শক্তি।

——————————————–
অক্ষরবৃত্ত ছন্দে (৮+৬)
শিরোনাম – টাকায় নহে সর্ব সুখ
কলমে – মোঃ ইসহাক মিয়া

সুখ,সেতো মরীচিকা অবনীর তরে,
টাকা সর্ব সুখ,বহু জন মনে করে।

মুদ্রা দিয়ে ক্রয় করা,নাহি যায় সুখ,
অর্থের পাহাড়ে থেকে,পুড়ে কত বুক।

তৃপ্তি রয় হৃদ ভাণ্ডে অতিব গোপন,
হর্ষ মুখে দুখ বহে আত্মা সর্বক্ষণ।

ভুবন ভোলা হাসিতে ভেবো নাকো সুখী,
অশ্রু সিক্ত আঁখি,তাই বলে নয় দুখী!

চির সুখী পৃথিবীতে কে কবে কোথায়?
কড়িতে শান্তি বিরাজ বোকা ভাবনায়।

মৃদু বিছানা শায়িত নির্ঘুম রজনী,
একটু তন্দ্রায় নাহি ঢলে আঁখি মনি।

ধনে আয়েস কিনলে,নিদ কিন্তু নয়!
ফুটপাতে কত জনে বিভোরে ঘুময়।

কোরমা পোলাও রোস্ট বাহাড়ি খাবার,
রুচে নাকো মুখে,খিদে পেট হাহাকার।

কতজনে উপবাসে ভাসে বক্ষ হাড় ,
পেলে পচা বাসি তাই রুচি সমাহার।

কিনলে হরেক খাদ্য,রুচি কিন্তু নয়,
পকেট ভর্তি টাকায়,ক্ষুধা তনু ক্ষয়।

কেনা নাহি যায় কত কি ধরণী তরে,
আল্লাহর নেয়ামতে ক্ষিতি আছে ভরে।

বহু নেয়ামত ভোগি খোদা দয়া বলে,
টাকার প্রভাব সেথা কভু নাহি চলে।

পৃথ্বী সব নরে পেত যদি টাকা তরে,
ধনীরা কিনে হায়াত,যেত নাকো মরে।

টাকা সর্ব সুখ লোকে কি করে যে বলে!
পারে ফিরাতে অর্থে যে দিন যায় চলে?

——————————————-
অক্ষরবৃত্ত ছন্দে (৮+৬)
শিরোনাম – নুরে মোহাম্মদ সাঃ
কলমে – মোঃ ইসহাক মিয়া

সাজালো ত্রি-ধরা করে মনোহরা,
ষষ্ঠ দিবায়,যা শুধু কুদরতে ভরা।

পরোয়ারে,বন্ধু তরে করিল গঠন,
শেষ নবী করে তারে করিবে প্রেরণ।

আগমনী পূর্ব বার্তা কিতাবে পাঠায়,
বন্ধুর সব বর্ণনা নরকে জানায়।

আব্দুল্লাহ্ পেশানীতে হয়ে আগমন,
মা আমিনার উদরে করে বিচরণ।

বারো রবিউল ভোরে পৃথ্বী বুকে আসে,
আগমনে হর্ষে সর্ব সৃষ্টি কুল হাসে।

মিথ্যার আঁধার কেটে আলোয় ভরাতে,
সত্যের প্রদীপ রূপে পাঠান ধরাতে।

দু’জাহানের বাদশা মহিমা অপার,
নর তরে নেয়ামত দিল পরোয়ার।

ন্যায় পথে ডাকে যবে পথভ্রষ্ট যতো,
মক্কা বুকে ক্ষেপে বীর পালোয়ান কতো।

বহু এসে নতশিরে সত্য নিল মেনে,
এই সে আখেরি নবী দিব্য জ্ঞানে জেনে।

বিপথগামী কাফিরে ফন্দি এঁটে মনে,
মক্কা হতে মদিনায় দিল নির্বাসনে।

হিজরতে গিয়ে সত্য করিতে প্রচার,
জাররা সম হেলায় দেন নিতো ছাড়।

দয়া মায়া প্রেম বিলি বিশ্ব করে জয়,
যাতনা সহস্র পেয়ে নিভৃতেই সয়।

নেয়ামত রূপে আসে নর উদ্ধারের তরে,
দেখিয়ে সঠিক পথ,পুণ্যে প্রাণ দিতে ভরে।

হযরত মুহাম্মদ তিনি শেষ নবী,
পূর্ণ ঈমান রাখিও যদি পার হবি।

হাশর পুলসিরাতে পারের কাণ্ডার,
উম্মতের তরে তিনি দয়ার ভাণ্ডার।

ধন্য জন্ম মম,হয়ে উম্মত তোমার,
শাফায়াতে ঐ নিদানে করো মোরে পাড়।

Powered by themekiller.com