Breaking News
Home / Breaking News / হাইমচরে গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

হাইমচরে গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলা ঐতিহ্যবাহী গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসা নবনির্বাচিত কমিটির সভাপতি
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক
মোঃ ইমাম হোসেন পাটওয়ারী বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার। আজকে মাদ্রাসা শিক্ষা কে আধুনিক ও যুগ উপযোগী করেছে বর্তমান সরকার।
কিন্তু এই শিক্ষা মান উন্নয়ন হিসেবে গড়ে তুলতে সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা প্রয়োজন।
মাদ্রাসা শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে হাইমচর উপজেলা গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা অডিটরিয়াম হল রুমে নবগঠিত কমিটির প্রথম সভায় সভাপতিতে তিনি এ বক্তব্য রাখেন।

প্রথম সভায় শুরুতে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী, উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর আলম, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিন মাস্টার, গন্ডামারা এবি এস ফাযিল মাদ্রাসার সাবেক সভাপতি এ.এন.এম ওয়াহিদুজ্জামান পাটওয়ারী। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক
বাবুল পাটওয়ারী(বতু), অভিভাবক সদস্য মোঃ মহাসিন পাটওয়ারী, মোঃ দুলাল শেখ, মোঃ হাসান আহমেদ গাজী ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন। মাদ্রাসার গভর্নিং বডি সভায় মাদ্রাসা অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছরের ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় গভনিং বডির সভাপতি হিসেবে মোঃ ইমাম হোসেন পাটওয়ারীকে মনোনয়ন দেয়।

Powered by themekiller.com