Breaking News
Home / Breaking News / জামালপুরে শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিনে পাঁচ দিন ব্যাপি কর্মসূচী আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ

জামালপুরে শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিনে পাঁচ দিন ব্যাপি কর্মসূচী আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ

নিপুন জাকারিয়া :–

জাতীয় পিতা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে ৫ দিন ব্যাপি কর্মসূচী জামালপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মাধ্যমে শেষ করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের মির্জা আজম অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা আওয়ামী লীগ।

শেখ হাসিনা’র জন্মোৎসব উদযাপন উপ-কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশের সভাপতিত্বে ও শেখ হাসিনা’র জন্মোৎসব উদযাপন উপ-কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর সদর সাংসাদ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, আবু জাফর শিশা, সোহরাব হোসেন বাবুল, অধ্যাপক আব্দুল হামিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুদ রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আন্জুমনোয়ারা বেগম হেনা, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবুসহ অনেকে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে জামালপুর পৌর শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, গ্রন্থপাঠ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৫জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

জামালপুর
৩০-০৯-২০২৩

Powered by themekiller.com