Breaking News
Home / Breaking News / কলকাতার বিখ্যাত কবি অনমিত্র স্যানাল এর লেখা “পাহাড়ে একাকী আমি…”

কলকাতার বিখ্যাত কবি অনমিত্র স্যানাল এর লেখা “পাহাড়ে একাকী আমি…”

পাহাড়ে একাকী আমি…

অনমিত্র

প্রতিটি শৃঙ্গের নিচে যে দীর্ঘতম ছায়া.. দীর্ঘতর হতে চায়,
সারারাত্রি শুনতে পাই হিম পড়ে গেলো..সকালে হিমকুন্ডে মায়াটুকু পড়ে থাকে শুধু..
শরীরে হিমজ্বর..তবুও চিৎকার করি, মায়ার প্রলাপ বকি রাতভর..
সর্বত্র বরফে ঢাকা,
শিশিরের কোলাহলে বুঝি গতরাত বিনিদ্র গেছে, উপাসনা কক্ষে বসে সমাধিস্থ আমি, কেঁপে উঠি,
কৈশোর সমৃদ্ধ ছিলো রৌদ্রতাপে,
নদীর নাম পাহাড়,
পাহাড় ঠেলতে গিয়ে দেখি বেড়ে গেছে বুকের বয়েস,
হিম ভোরে উঠে দেখি,
শতাব্দী পেরিয়ে গেছি, অজানা প্রেতের মতো সারি সারি শব্দ পড়ে আছে..

error: Content is protected !!

Powered by themekiller.com