Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর ” অতীতের আমি “

কবি লাজু চৌধুরীর ” অতীতের আমি “

অতীতের আমি
আর আজকের আমি…….
আমার আমিতেই দাঁড়িয়ে আছি।
মাঝে কত গুলো বছর গেছে
হারিয়েছি অনেক গুলো গুরুত্বপূর্ণ মুখ
যখন ছিলো মাথার উপর ছায়া ছিলো তাদের শাসন এবং মায়া…..
এখন মায়া নেই শাসন নেই অনুভুতির পাশে দাঁড়ানোর কেউ নেই।
শুধু আছে কাঁদা ছেটানোর মানুষ।
এক পা আগালেই দু পা পিছনে টানার চেষ্টার আয়োজনের মানুষের অভাব নেই, দাঁড়াতে দেবেনা, কিন্তু মেরুদণ্ডের উপর পা রেখে তাড়াই দাড়াবে।

সেই দিন আমার এক প্রিয়ো দিদির সাথে কথা হচ্ছিলো
জীবনে কোনটা বেশি প্রয়োজন প্রিয়োজনদের সানিধ্য

Is money very important….দিদি বল্লো টাকা সারা বিস্ব কে নিয়ন্ত্রণ করছে এটা স্বীকার করতে হবে। But the important thing in human life is that being with loved ones is oxygen…….
তাই মাঝে মাঝে হতাশ হয়ে যাই
জানালার পর্দা সড়িয়ে ভাবি এই গুরুত্বপূর্ণ মুখ গুলো আর কখনও ফিরে আসবে না অনন্ত কালের যাত্রী তারা। না ফেরার দেশে কেমন আছে এই গুরুত্বপূর্ণ মুখ গুলো যাদের ছাড়া এক সময় আমরা অচল ছিলাম ।
লাজু চৌধুরী

Powered by themekiller.com