Breaking News
Home / Breaking News / ২৬ লক্ষ জনতা ধন্য (প্রিয় কবি বাকী বিল্লাহ ভাইয়ের স্মরণে)

২৬ লক্ষ জনতা ধন্য (প্রিয় কবি বাকী বিল্লাহ ভাইয়ের স্মরণে)

২৬ লক্ষ জনতা ধন্য
(প্রিয় কবি বাকী বিল্লাহ ভাইয়ের স্মরণে)

নিপুন জাকারিয়া :–

হে প্রিয় কবি
নিন্মবৃত্ত খেটে খাওয়া মানুষের লোক
প্রচ্ছাপদ জনপদের শান্তির দূত,
তোমায় দেখে, তোমার ছোঁয়ায়
তোমার আদর, স্থেহ, পরর্ষে
তোমার মায়াবী আচরন,
মধুর কন্ঠে ভরাট ভুলি,
এই ভালোবাসা টুকু নিয়েই আমরা চলি।

আমি ধন্য
তোমার মতো নেতার জন্য,
তুমি এই জনপদের
তৃনমুল মানুষের কাছে গন্য।
তুমি শুনাও আদর্শের ভুলি
তুমি দেখাও
নির অপরাধীকে আলোর পথ,
তুমি ছুটে চলো,(২)
গ্রামের পর গ্রাম,
নদী-খাল-বিল-ঝড়-তুফান
অপেক্ষা করে,।
দিন-রাত সমহারে
সকল ক্লান্তিকে জয় করে,
তোমার প্রিয় সংঠনকে
ভালোবাসে।

হে প্রিয় কবি
তৃনমুলের পরিক্ষিত নেতা,
আজ গ্রহনে ফুটেছে ফুল
সকলের ভালোবাসায়
তুমি এত মুকুল।
নদী পেয়েছে তার
ভরা যৌবন,
মাঝির জাল ভরা মাছ
এমনও দিনে
পীর মুর্শিদের দয়ায়
এসেছিলে ভবে,
তোমার জম্ম তিথি আজ।

হে প্রিয় কবি
তোমার কবিতা আমায় মুগ্ধ করে,
কৃষক-শ্রমিক, আম জনতাকে আপন করে,
তুমি জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি
২৬ লক্ষ মানুষ যাকে ভালোবাসে,,
দলমত নির্বিশেষে,
তোমাতে ভাবে নিরাপদ।
মাটির গন্ধ পায়।
আজ তোমার জম্মদিন
হয়তো পরিশোধ করতে পারবো না
তোমার ভালোবাসার ঋন।
তোমার জন্য
২৬ লক্ষ জনতা ধন্য।

জামালপুর
১১-০৯-২৩

Powered by themekiller.com