Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” বঞ্চিত হাহাকার “

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” বঞ্চিত হাহাকার “

বঞ্চিত হাহাকার

সারমিন জাহান মিতু

৩-৯-২০২৩

জীবন কেমন হয় দেখেছো কি তুমি
ঘুমন্ত বিবেকহীন মানুষের ঢল,

যেখানে থেমে যায় গাছ আর নদীর স্বরলিপি।

শুনেছো কি শ্মশানের আর্তনাদ
ঋণগ্রস্ত যুবক যেখানে দিয়ে গেছে
শ্মশানে বলিদান,

ওখানে কেঁদে উঠে হুতুমপেঁচা ,

নীরব প্রকৃতি আর মধ্য রাতের চাঁদ।

দেখেছো কি শাঁখাহীন সিঁদুর মুছে যাওয়া নারীর প্রলাপ,

যেখানে এখনো অধর ছুঁয়ে খেলা করে প্রিয়র তিলোত্তমা।

দেখনি জীবন কেমন করে কাঁদে রোজ অভাবী সংসারে,

তবুও জীবন কথা কয় বেঁচে থাকার আকুতি জানায়
মাটির হাড়িতে সুগন্ধি ছড়ায় না
আতপচালের ভাত।

রোজ দেখি আর মুচকি হেসে
মেনে নেই বিধাতার অভিশাপ,

যে শিশুটি অনাহারে মরে
জানি সে কিসের পাপে রোজ পিষে মরে দগ্ধ চোখে কার পানে চাহে- বাবুদের উচ্চ অট্টালিকায়,
নাকি বিধাতার করুণার?

জানো কি তুমি
যে তুমি বসে লিখছো কবিতা,

সবটুকু যদি ভাগ্য লিপির লিখেছেন লিপিকর
তবে কিসের পাপে বঞ্চিত করে
আজ হাহাকার।

Powered by themekiller.com