Breaking News
Home / Breaking News / কবি হাবিবুর রহমান রুবীর কবিতা ” কার জন্য এই অপেক্ষা”

কবি হাবিবুর রহমান রুবীর কবিতা ” কার জন্য এই অপেক্ষা”

কার জন্য এই অপেক্ষা

হাবিবুর রহমান রুবি

আজ মনে আনন্দ নেই,
ডাকে না গহীন বনে বিহঙ্গ,
নিঃসঙ্গ মনে বসে আছি
শুন্যতায় বিভোর সর্বাঙ্গ।

মনের আকাশ জুড়ে মেঘ
হৃদয় যেন নিরুৎসাহিত,
আশার বুকে না বেঁধে বাসা
উড়ন্ত প্রেমে উচ্ছাসিত।

মন ফাগুনে ফুটেছে যত ফুল
গেঁথেছি বরণ্যের মালা,
কার জন্য এত অপেক্ষা
অনুভব অনুভূতির স্বপ্নের মেলা।

রাতের আকাশে জেগে থাকা
সঙ্গীহীন এক ধ্রুব তাঁরা,
সবাই ঘুমিয়েছে আপন মনে
আমি একা দিশেহারা।

কার জন্য এই চিন্তা চেতনা
বিষন্নতার ব্যাকুল বেদনা,
অজানা নিরুদ্দেশের যাত্রার,
কোথায় শেষ হবে ঠিকানা।

কেটে যাবে কত রজনী
অপেক্ষার প্রহর গুনে,
নাকি গুপ্ত প্রেমের শিরোনামে ?
পুড়ে যাবে অজানা দহনে।

Powered by themekiller.com