Breaking News
Home / Breaking News / কলকাতার বাচিক শিল্পী কবি সোনালী আদক এর মায়াময় লেখা “স্বর্গীয় সুখ “

কলকাতার বাচিক শিল্পী কবি সোনালী আদক এর মায়াময় লেখা “স্বর্গীয় সুখ “

স্বর্গীয় সুখ
সোনালী আদক

ওমা এই দুহাতে দিয়েছি আগুন, তোমায় চিতার কাঠে,
যে হাত ধরে শিখিয়েছো চলতে, জীবনের সুপ্রভাতে।
যত্ন করে মাখিয়েছি ঘী, তোমার কোমল অঙ্গে ,
যে বুকে খেলে কাটিয়েছি প্রহর, স্মৃতি বহনের সঙ্গে।
এই কাঁধে তোমায় দিয়েছি বিদায়, কান্নায় চিরতরে,
সেই কাঁধেই অগাধ ভরসা ছিলো, আজ তুমি পরপারে।
নাভিকু্ন্ডুটা পুঁতেছি গাঙে, ছিঁড়ে সূত্র নির্দ্ধিধায়,
জন্মের মূল উপড়ে্ হতভাগী, মাকে যে দিলো বিদায়।
কোমল দেহটায় জ্বেলেছি আগুন, পাষন্ড বলো আমায়,
এই শরীরই দিয়েছিলো সুখ, পৃথিবীর কানায় কানায়।
স্বপ্ন বেয়ে এসেছিলে তুমি, ধরতে তোমায় পারিনি,
আমি অভাগী অসময়ে তোমায়, খেয়াল টুকু রাখিনি।
পথে ঘাটে রোজ তোমায় খুঁজি, জানি তুমি আজও আছো,
মানতে চায় না এ মন তুমি, হৃদয়ের গভীরে বিরাজ।
হে বিধাতা তোমার একি বিচার, অভাগীর পরীক্ষা নাও,
তারাদের ভিড়ে ছুটে গিয়ে বলি, মাকে ফিরিয়ে দাও।
মা ছাড়া এ ভূবন শূন্য তোমরা কি, তা জানো না,
মায়ের বুকে স্বর্গ সুখ আছে, কেনো মানতে পারো না।
আচ্ছা বলোতো সন্তান ছেড়ে, মায়েরা কখনও হারায়,
সন্তানের কান্নায় মায়েরা যে এসে, ঠিক বলো ধরা দেয়।
তবে কেনো আমার কপাল মন্দ, মায়ের জন্য কাঁদি,
আমার মাকি তবে আমাকে কাঁদায়, বড্ড মিথ্যাবাদী।
ফিরে আসবে কোনও একদিন অপেক্ষার প্রহর গুণি,
মায়ের ফেরার পথ চেয়ে চেয়ে তাই ঝিঁঝিঁর ডাক শুনি।
মেয়ের বুকে কতো দুখ্য লোকানো তুমি কি দেখতে পাও না,
কষ্টে ফেলে যেও না মা,মেয়েকেও কেড়ে নাও না।
ফিরবো আবার পর জনমে, তোমারই জঠর ফুঁড়ে,
জানবে না কেউ দুখ্যের কথা, বাঁধবো ছোট্ট নতুন কুঁড়ে।
এবার হবে সব পাওয়ার গল্প, হারাবার কথা নয় ,
তোমায় ঘিরে রচিব কাব্য কথা, থাকবে না পরাজয়।

Powered by themekiller.com