Breaking News
Home / Breaking News / কবি হাবিবুর রহমান রুবি এর দুর্দান্ত কবিতা ” তুমি আসবে বলে”

কবি হাবিবুর রহমান রুবি এর দুর্দান্ত কবিতা ” তুমি আসবে বলে”

তুমি আসবে বলে

হাবিবুর রহমান রুবি

তারিখ ঃ ৩০/৮/২৩

তুমি আসবে বলে,
মনের সব রং তুলি দিয়ে,
সাজিয়েছি বরণ ডালা।
তোমার অজানা প্রেমে,
নেই আজ থেমে ,
গেঁথেছি রং বেরঙের ফুলের মালা।

তুমি আসবে বলে,
স্বপ্নরা দুলছে কল্পনায়,
মনের আঙ্গিনায়।
কত কি জাগছে হৃদয় মাঝে?
দুচোখ এঁকে ছবি আল্পনায়,
ভাবছি বসে নির্জন নিরালায়।

তুমি আসবে বলে,
মনের কাননে ফুটেছে ফুল,
ভ্রমরেরা মশগুল।
পাখিরা গাইছে গান, দিচ্ছে জানান,
অধীর আগ্রহে ,
বিজয়ের বিদ্রোহে হয়ে ব্যাকুল।

তুমি আসবে বলে,
মরুর প্রান্তরে,
তৃষ্ণার তরে ঝরণার ধারে।
খুলে মনের দুয়ার,
আজ হৃদয় একাকার,
ভয় নেই হারাবার,
নিয়ে যাও যত দূরে।

তুমি আসবে বলে,
নিদ্রিত প্রেম হল জাগ্রত,
চলছে চলবে অবিরত।
নেশার বলিদানে হব না’ক বিব্রত,
আসুক যত বাঁধা অনবরত,
করুক না হৃদয় ক্ষত বিক্ষত ।

তুমি আসবে বলে,
রয়েছি অপেক্ষায়,
নিত্য নতুন বার্তায় প্রহর গুণে।
যে যাই বলুক অগোচরে,
যাব লড়ে আগামীর আহ্বানে ।
তোমার সন্ধানে,
অব্যর্থ প্রেমের স্বপ্ন বুনে,
ভালোবাসার বীজ রোপণে,
এগিয়ে যাব সামনে।

Powered by themekiller.com