Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর কবিতা “ডিপ্রেশন নেই”

কবি লাজু চৌধুরীর কবিতা “ডিপ্রেশন নেই”

ডিপ্রেশন নেই
———————–লাজু চৌধুরী
নিঃশব্দে পুড়িয়েছ আমাকে
আমাদের একা থাকার প্রবনতা বেড়েছে।
আমি তোমার মধ্যে আছি এই উপন্যাসের পাতাটা ছিড়ে ফেলো।

সত্যি কথা বলতে মুখোশধারী মানুষ আজন্ম আমার কাছে মৃত।
তুমি ছাড়া আমি
আমি ছাড়া তুমি প্রতিটি নিঃশ্বাসে তুমি —
এই সব কাব্যিক কথা আমি জ্বালিয়ে দিয়েছি।
এখানে কোন জানালা দরজা নেই
আমাকে অন্য ভাবে জানার কিছু নেই ।

কারন জুগলবন্দী ছিলাম না হতেও পারিনি
কারন আমি দিনের বেলাও আলো জ্বালিয়ে রাখি কোন ছায়া আমাকে স্পর্শ না করে।

অতঃপর কেউ যেনো আমার দরজায় কড়া না নাড়ে
চুপ করে আছি বলে ভেবো না আমি মরে গেছি
কারন আমি মুখোশধারী মানুষ নই।

আমার জীবন কোন ডাইরি নেই নীরব রাতে স্মৃতি চর্চা করার অভ্যেস নেই।
কাজেই এখানে কোন মনের পোষ্টমর্ডেম হয়নি হবেও না
উনুনের আচেঁ সব জ্বালিয়ে আমি এখন বেশ ভালো আছি।

ভুল মানুষের জন্য আমার দরজায় কোন কড়া নেই।
আমার কোন ডিপ্রেশন নেই।

লাজু চৌধুরী

Powered by themekiller.com