Breaking News
Home / Breaking News / দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

কবিতা- ভালোবাসা,বুঝবি তো তুই
কলমে- মোহাম্মদ মিজান
তারিখ – ১৭/০৭/২০২৩

নয়নের তীরে তাকিয়ে থাকি,অপলক ছলোছলো
পল পল চোখের জল জলায়,
নিশ্চুপ নিরবে অবিরাম,সহসা ভালোবাসার মনে
হারিয়ে গিয়ে মনকে হাসায়।

ঐ পায়ের ছাপ ফেলতে,চুপচাপ দেখি,কেমন হয়
কোথায় গিয়ে দাঁড়াবে শেষেই,
সেই হারিণী,মায়াবী শ্যামলাময়ী জোনাকি জ্বলে
সেই মায়াময়ী চেহারা বেশেই।

ভালোবাসা চুপিচুপি,ভালোবাসার ক্ষণে ক্ষণে তো
আশার দ্বীপে গিয়ে জ্বলছি,
এইভাবে নিঃশব্দে,হৃদয় স্পর্শ নিয়ে,স্পন্দন ঘিরে
রীতিমতো ভালোবাসা খুঁজছি।

শেষ মেষ কি হলো,ভালোবাসার ঘাটে অন্য ঢেউ,
যেই তীরে গিয়ে কুল নিলো,
আমি ভালোবাসার ঘ্রাণ নিতেই,সেই কুলের পাশে
নিজেকে বেঁধে নিই এলোমেলো।

কালো চুলে,সাদা চুল গজালো,তবুও আশাতেই
ভালোবাসা,বুঝবি তো তুই,
এক নিয়মে,আমার গহীন ভালোবাসা খু্ঁজি খুব
ভালোবাসা ভালোবাসার নেই।

সঠিক জীবনে,সত্যিময়ী ভালোবাসার জন্ম হয়
একবার সঠিক সুন্দর মনে,
ভাবিনি ভালোবাসা বুঝবে না,এমন গতিপথ মন
তবে তো এখনো রয় ক্ষণে।

রাম বলি,সাম বলি,মনের ভালোবাসা মনে ঘুমাও
ভালোবাসা বহু রুপে রুপান্তর,
প্রথম মন বংশের ভালোবাসা,মুছে যাওয়ার নয়
রুপান্তর মনের ভালোবাসা স্বর।
#মিজান

——————————————-

সারা অঙ্গে
আব্দুল আজিজ সরকার

সারা অঙ্গে থাকলে ব্যথা
অষুধ দিবে কোন খানে
সারা বঙ্গে আঁকলে ব্যথা
বাসলে ভালো কোন পানে?

সারা অঙ্গে মাখলে কালি
হয় কী ফর্সা ধবধবে
সারা বঙ্গে আঁকলে কালি
হয় কী কালো গবগবে?

সারা দেশে জমলে ঘৃনা
কেউ কী ছালাম দেয় আগে
সারা পেয়ে কমলে কি না
জনমতে নেয় বাগে?

সারা বুকে জমলে ঘৃনা
মানুষ কি সে থাকে
সারা বুকে কমলে ক্যানা
মনে গহীনে ক্ষেদ বাঁকে।
[17 07 2023]

——————————————-

শিরোনামঃ রঙ্গীন জীবন
কলমেঃ মোঃ আনোয়ার হোসেন
তারিখঃ ১৭/৭/২০২৩

রঙ্গীন জামা রঙ্গীন জুতা রঙ্গীন চশমা
যতো রঙ্গীন দিয়ে তুমি সাজো না কেনো
মনটা তোমার যদি কালিতে ঢাকা থাকে
রঙ্গীন জীবনের স্বাদ তুমি পাবে কোন?
মনের না বলা কথা যা আমার অন্তরের
ব্যাথা
থেকে যাবে চিরদিনের সখা।
আমিতো যাদু দিয়ে মুছতে পারি না
অন্তরের কালি মাখা
ঢাকতে হলে লাগবে তাতে আকাশের
নীল পাহাড়ের সবুজ সাগরের নীলের
মালা গাঁথা।
হৃদয়ের কোনে জমে থাকা কালো মেঘ
যেদিন হাওয়ায় হাওয়ায় ভেসে যাবে,
সেদিন তোমার হৃদয় আকাশ পরিষ্কার হবে।
তখন তুমি মনে যে রঙ লাগাও সে রঙ মনে
ছাপ লাগাবে
তুমি রঙ্গীন জীবনের দোলনায় দোল খেতে
থাকবে ।

——————–_———————–

কবিতা- বয়স যখন আশি
সুব্রত বসু মনি
তারিখ -১৭/০৭/২০২৩

ধরো পঞ্চাশ বছর পর বয়স যখন আশি-
একলা ঘরে কেউ নেই হঠাৎ মনে পড়লো আমায়,
চোখের কোণে স্পষ্ট হয়ে ওঠা বলিরেখাগুলো জানান দেবে
সময় ঢের বয়ে গেছে,
এইসব ডজন ডজন কবিতার ছড়াছড়ি তখন কঙ্কাল সার,
বাউন্ডেলে কাঁধটা দায়িত্বের ভারে অনেকটা ন্যুয়ে পড়েছে,
অস্ফুট স্বরে যদি জানতে চাও, ভালোবাসো?
এক চিলতে ম্লান হেসে তখন বলবো তোমায়-
এক জনমে মিটে কি সব আশা?
সাত জনম না হয় তোমায় ভালোবেসেই কাটিয়ে দেবো।

প্রকৃতিতে তখন আশ্বিণের চোখ ঝলসানো জোছনা
মাঝে মাঝে উড়ে যায় কালো মেঘ, হঠাৎ বর্ষা! মুষলধারায়,
শিরশিরে বাতাসে জমে ওঠে পাতাদের প্রেম,
আর আমার সাত পাহাড় অপ্রেমের গল্প।

——————————————–

শিরোনাম – মাধুরি মেশানো সুরে
কলমে- রূপম চক্রবর্ত্তী
তারিখ- ১৭.০৭.২০২৩

উদাস মন কখন কি বলতে চায় বারে-বারে,
লাজুক মনে বাজুক সেতারা মাধুরি মেশানো সুরে।

কতদিন, কতবছর কতসন গেছে বিদায় ঘন্টা নিয়ে,
দেখেছি অনেক শুনেছি অনেক সঙ্গোপনে গিয়ে।

ভুলতে চাইলেও ভুলে কি আর থাকা যায় স্মৃতির মর্মকথা,
আজও বাজে রাগ-রাগিনীর সুরে হারানো মনের ব্যাথা।

হারানোর মাঝে আনন্দ কি আর জানতে চেওনা কভু,
ভাবনা আর চিন্তায় লুকানো আছে জানে আমার প্রভু।

কূল বধূ ঘোমটা মাথায় যাচ্ছে আবার ভরিতে নদীর জল,
কুয়াশার জলে ভিজে আছে আজও মেঠোপথের দুর্বাদল।

হলদে পাখিটি দেখেছি হাজারবার দূরবীনের ছিদ্র পথে,
হারানোর গল্প শেষ হবে নাকো যদি দেখা হয় তার সাথে।

মনের মাধুরিতে মিশেছে স্বপ্ন দুই দরিয়ার হাওয়ায়,
সেই হাওয়াতে মিশে যাব কোনো এক পড়ন্ত বেলায়।

——————————————–

কবিতা : পাহাড়িয়া সুর
কলমে : তাপস দাস
(জীবাশ্ম)
১৭/০৭/২০২৩

আবছা ভোরের আগমনে আঁধার কেটে গেল,
নতুন সূর্য পূব আকাশে নতুন সকাল এলো।
পাহাড়ের গাছে গাছে কত পাখির গুঞ্জন।
পাথুরে মাটিতে লাল পলাশের কত বন।
শীতল জলের ধারা যেন উপর থেকে নেমে আসে।
দু ধারের ঘাস গুলো সতেজ হয়ে আবার হাসে।
ঢেউ খেলানো পাহাড় ময় সবুজের মেলা।
রংধনু আকাশে গোধূলী বেলা।
কত সময় পেরিয়ে যুগ যুগান্তর ধরে।
দাঁড়িয়ে আছে পাহাড় চূড়া মাথা উঁচু করে।
এই পাহাড় ঐ পাহাড় নয় তো বহু দূর।
শোন যায় গায়ের উৎসবে ধামসা মাদল সুর।
মনে হয় কত চেনা প্রাচীন এই অদ্ভুত মায়াবী গান।
পাহাড়িয়া সুরের আচ্ছন্নতায় জুরিয়ে যায় প্রাণ।

——————————————–
Banglarmukhnews24.com/ chandpur

Powered by themekiller.com