Breaking News
Home / Breaking News / দৈনিক শব্দনগরের সেরা ছয় সাহিত্য

দৈনিক শব্দনগরের সেরা ছয় সাহিত্য

গোধূলীবেলা….
12/07/2023
—————————————————
তোমার আর আমার বৃত্তবন্দি ভালোবাসা ….
শুধু এটুকুই সম্বল আমাদের ……!
না ছুঁয়ে দিলে, যেন ফুল হয়ে ফুটে ওঠো না তুমি;
গোধুলীর আলোর রেখা ছুঁয়ে একটা হাসি দাও তুমি-
আর সূর্যটা ক্লান্তির শেষে হাঁসির পরশটুকু নিয়ে
প্রতিদিনের মত নিয়ম করে অস্ত যায় ……।

আমার এখন আর কিছুই ভালো লাগেনা….!
না গোধূলীর রং
না পাখির ডাক
না ঘাসের সবুজ
না গোলাপ
না ফাল্গুন
না বৃষ্টি
না পাতা ঝরা দিন
না তুমি
না আমি …..

আসলে আমি যে তোমার অস্তিত্বে মিশে হতে চেয়েছিলাম
কোনো এক কৃষ্ণচুড়া দুপুরের নিবিড় ছায়ায় ।
অথচ তুমি খুঁজে নিলে ধূসর মেঘ জমানো বিকেল ……
আর তারপরই তো অবুঝ সন্ধ্যে নেমে এল !

এখন কি তুমি ভালো আছো ?
দেখো কি রংহীন সন্ধ্যাকে আপন করে ?
আমার মতো এই অসহ্যকর প্রাণীটা তো এখন নেই…
আছো জানি নিজের মতো করে
নিজেরই চৌহোদ্দিতে ….!
দশ ইঞ্চির গাঁথুনিতে দশ ফুট উচ্চতার দেওয়ালটা
দূর থেকে বেশ ভালোই লাগে ….
আমি তো সেই চেনা রাস্তার বাঁক পেরিয়ে
আজ ঘৃণিত মানুষের তালিকায় !!!

তুমি ভালো থেকো প্রতিদিন…..!
জানোতো, তোমার জন্য অনেক গল্প জমে আছে ….
আছে সাজানো আবিরের গোধূলি ….;
না গো …. একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলতে পারি ……
আমি হঠাৎ এলাম……
আর রেখে গেলাম-
আগামীর জন্য আবোল তাবোল
অগোছালো কিছু কথার ঝুলি………!
এখন তো তোমার নতুন করে
কবিতা লেখার গোধূলি……!!!
আমি স্বপ্ন-পাগল…স্বপ্নের ফেরিওয়ালা…….
দৌড়- বড়ো জোর সেই রাস্তার মোড় পর্যন্ত……!
কাঁদি-হাসি……..
হারাতে হারাতে ফের হারানো পথেই চলি….!

নির্লজ্জ…..
জানি- আমি একা
বিবর্ণ অসমাপ্ত কথাকলি…..!!!

——————————————- আরশাদ ইমতিয়াজ।

——————————————-
ঝড়জলের কাব্য
—–

দুপুর জুড়ে মেঘ করেছে, আকাশ তোমার মন
টাপুর টুপুর বৃষ্টি জলে ভিজছে শহরময়
আমি আমার ছেড়া ছাতার নিটোল সবুজ মেখে
গড়িয়ে পড়া পাতার খাঁজে জলের দুঃসময়
আমার এবং তোমার মাঝের আরক্ত ঝুল রোদ
নিপাট হাওয়ার আঁচল পুড়ে ঘুঘুর আসা যাওয়া
নিদাঘকালের দিন ছুটছে শববাহী ঘোর রোদে
তিলার্ধ ভুল পেতে দু ঠোঁট অনড় চাওয়া পাওয়ার
ভুল ব্যাকরণ আষ্টেপৃষ্ঠে ভুল অঙ্কের জোর
ভুল নামতার ভুল গণিতের ভ্রমময় সব ভোর
আকাশ সপাট দরজা দিলো তোমার চোখের ঘোর
কোথাও হঠাত মেঘ করেছে মেঘের সমুদ্দুর

——————————————-

শিরোনাম: সমঝোতা
কলমে: অকবি
তারিখ: ১২-০৭-২০২৩
*************************************
তোমার জীবনে এত গান, এত রঙ, এত ঘ্রাণ
এত কবিতা, এত ফুল, এত পাখী,
তোমায় ঘিরে এত এতো সব সুন্দরের আয়োজন
তবুও শুধু একবারই প্রেম আসে তোমার জীবনে!
তোমাকে ভাসিয়ে নিয়ে যায় সুদূরে বর্নীল স্বপ্নের সাথে,
তোমাকে উড়িয়ে নিয়ে যায় ঝড়ের সাথে অজানা পথে!
তোমাকে তছনছ করে দিয়ে যায় ঝড়ের আঘাতে!
তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ভাঙা কাঁচের মতো ।
তোমাকে নি:শব্দে নির্মম ভাবে কেউ হত্যা করে ।

তুমি এখন একটা বেনামি ধ্বংসের স্তূপ ,
তুমি গভীর অন্ধকারে এক গহীন মৃত্যুর কূপ
তুমি একটি জীবন্ত লাশ বিবর্ণ স্বপ্নের আস্তাকুড়ে।

অবশেষে …………
এই যে এত গান, এত রঙ, এত ঘ্রাণ,
এত কবিতা, এত ফুল, এত পাখী,
তোমায় ঘিরে এত সব সুন্দরের আয়োজন
বার বার তোমাকে মনে করিয়ে দেয়
সেই মৃত্যুর কথা।
আমি দু:ক্ষিত! তোমাকে হত্যা করেছে কেউ
খুব স্বচেতন ভাবে,
এতদিন পরও তুমি বেঁচে আছ জীবনের সাথে
লড়াই আর সমঝোতা করে করে,
কি বলবে – ভালোবেসে সফল হয়েছো তুমি!?

——————————————-
শিরোনাম শব্দ সন্ধানে
কবিতা মোহন দত্ত তাং 12-07-23

বাজারে গেলে
কত শব্দ খুঁজে পাই, আলু-পটল-পোস্তো সহ ব্যাগ বোঝাই ।

কত শব্দ ঘুরে বেড়ায় সাগর তীরে ঝিনুকের সাথে সাথে
কী দিয়ে সাজাই ঢেউ
ছন্দ তো বাউল ফকিরের একতারা বাজে ।

অথচ সখের শব্দ দু-একটা আসে কই
তেমন ভাবে আসছে না জেনেও
ভালোলাগা অক্ষর নিয়ে খেলা করি ।

যদিও চোখ আটকে আছে খোলা দরজায়
যেখান থেকে শব্দগুলো প্রবেশ ও প্রস্থান করে
রোদ্দুরের হাত ধরে
শব্দশ্রমিক আমি
তাই শব্দের গাঢত্ব খুঁজি ভরা গ্লাসে ।

——————————————-
বৈভব
সাজেদা সুলতানা কলি

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখিনি
দেখেছি স্বার্থান্ধ চোখে জ্বলজ্বলে ক্রোধাগ্নি।

দেখিনি কখনো বরফের কফিনে হিমায়িত শবদেহ
এফোঁড় ওফোঁড় করা বরফ শীতল দৃষ্টি দেখে কুঁকড়ে কেন্নোর হয়েছি।

পথের শেষ কখনো তো দেখা হয়নি তীব্র অভিমানে হয়েছে মধুর সম্পর্কের যবনিকাপাত।

আরাধ্য হিমালয়ের চূড়া চর্ম চোখে দেখেছি কি ? সুযোগ হয়নি,
তবে দেখেছি অহংকারে বুঁদ হয়ে আকাশে ওঠার ঘৃণ্য প্রতিযোগিতা।

সমুদ্রের তলদেশের রাশি রাশি হিরে আমি ছুঁতে পারি না
হৃদয়ের গহীনে থাকা অফুরন্ত সম্পদ বিলিয়ে যেতে পারি সাত জনম ধরে!

এ ঐশ্বর্য কখনো ফুরোবার নয়।

——————————————-
#ধীরহয়পদক্ষেপ
জয়ীতা চক্রবর্তী আচার্য।
১২/৭/২৩
~~~~~~~~~~~~~~~
সেই পুরাতন দৃষ্টি, বিষণ্নতামাখা সময়!
পূর্বাভাসবিহীন অপূর্ব স্মৃতি

একখানি চাঁদ বুকের ভিতর, তবু নিঃসঙ্গ,
জোনাকির মিটিমিটি আলো

সেইসব স্বপ্ন চোখে কবিতা আকাশ
আলো তারায়,অনাবৃষ্টি ডাকি,

জলে চাঁদ ফেলে উত্তাপ
সবুজ সীমানা, জলের পৃথিবী।

সোঁদাগন্ধ চেপে ধরে,
মন ওড়ে আজ ছন্নছাড়া

স্মৃতির খোপে স্বপ্ন ফোটে
মৃতপ্রায় আজ সেইসব স্মৃতিহারা।।

শূন্যতার বিলাপে শঙ্কিত হৃদয়
ব্যথা ভুলে গেছে মিথ্যে অঙ্গীকারও

তারপর ধীরে, খুব ধীরে হবে মৌনতা বিসর্জন।

—_—————————————
Banglarmukhnews24.com-chandpur

Powered by themekiller.com