Breaking News
Home / Breaking News / রহিমানগর বাজারে সমস্যা দূরীকরনে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে

রহিমানগর বাজারে সমস্যা দূরীকরনে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়াঃ
রবিবার (৯ জুলাই) বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে এসে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও বাজারের বিরাজমান সমস্যা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রহিমানগর পশ্চিম বাজার জামে মসজিদ সড়ক মোড়ে সমবেত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন- এ বাজারের বিভিন্ন অলিগলি পাকাকরন, ড্রেনেজ ব্যবস্থা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সম্মুখে বাজার অংশের ভাংচুর সড়ক সংস্কার, মধ্যবাজারে শাপলা খালের উপর জরাজীর্ণ ব্রীজ পুন: নির্মাণ ও উক্ত ব্রীজ হতে দক্ষিন বাজারের ইউনিয়ন পরিষদের সম্মুখ পর্যন্ত জরাজীর্ণ রাস্তা সংস্কার করা সহ অন্যন্যা বিরাজমান সমস্যা দূরীকরনে সরকারিভাবে পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়াও জেলা পরিষদের স্থানে লীজ নিয়ে স্থাপন করা হয়, দোকানপাট ভেঙ্গে নতুন করে যাতে মার্কেট নির্মাণ না করা হয়, ব্যবসায়ীদের এ দাবীর প্রেক্ষিতে তিনি বলেন-বাজার ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত নিবে আমি সে সিদ্ধান্তের বাহিরে যাব না। এসময় উপস্থিত ছিলেন-কড়ইয়া ইউপি চেয়ারম্যান ও রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস ছালাম সওদাগর, যুগ্ন সাধারন সম্পাদক বাবু সনজিৎ সরকার, নূরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল ইসলাম, রহিমানগর বাজার ব্যবসায়ীদের মধ্যে জহিরুল ইসলাম হৃদয়, কামাল হোসেন, ছফি উল্যাহ, স্থানীয় আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Powered by themekiller.com