Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর অনবদ্য কবিতা “অবসান”

কবি সারমিন জাহান মিতুর অনবদ্য কবিতা “অবসান”

অবসান
সারমিন জাহান মিতু
৭/৭/২০২৩

সেই নিস্তব্ধ অন্ধকার ঘনিয়ে এলো এবার,
মৃত্যুর কোলাহল থেমে গেছে।
একে একে গ্রাস সৃষ্টির মহাকালের জাগতিক সংসার।
তুমি -আমি -সবকিছু অন্ধ গহ্বরে,
তারপরও ক্ষুধার্ত হাহাকার।
সপ্ত আকাশ চূর্ণ -বিচূর্ণ,
মৃত্যু দুয়ারে ফেরেস্তার মৃত্যুর পেয়ালা পান।
ঢলে পড়বে মিকাইল-আরশ বহনকারীগণ।
আজরাঈল তুমি কি বেঁচে রবে আর?
তুলে নাও নিজের হাতে নিজের জীবন এবার।
কতো মানুষের হাহাকার -মিনতি তোয়াক্কা করোনি তুমি।
চেয়ে দেখো একবার পিছনে ফিরে,
আজ আর কাঁদবার জন্য কেউ নেই।
তোমাকে কাফন পড়ানোর,
দাফন দেবার জন্য কেউ নেই।
শুকনো পাতার মতো জল নেই ভালোবাসার কোন চোখে।
একলা এবার মরে পরে আছো তুমিও,
খেলা শেষে একাকী মৃত্যু বরণ।
শেষ ফুঁৎকারে ঢলে পড়বে ইসরাফিল,
সবটুকু খেলার অবসান।
তবে কেনো এ জীবন -এ মায়া,
হে মহান আরশ পতি –
কেনো এই হৃদয় বিদীর্ণ আর্তনাদ।
যদি সবটাই ছিলো এক ক্ষণিকের খেলাঘর,
তবে সীমার হলো না কেনো আমাদের ছোট্ট হৃদয়।

Powered by themekiller.com