মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুর কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের পিপিলকড়া গ্রামের নুরল আফসার নামে একব্যক্তির দামী একটি টার্স মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। নুরুল আফসার জানান, হাজীগঞ্জ বড় মসজিদে গত শুক্রবার জুমার নামাজ আদায় করার সময় তার প্যান্টের পকেট থেকে মোবাইলটি চুরি করে নিয়ে যায়। এব্যাপারে নুরুল আফসার হাজীগঞ্জ থানায় জিডি করে। যাহার জিডি নং-১০৩৭ তারিখ ১৯/০৬/২০২৩ ইং।
Home / Breaking News / কচুয়ার এক মুসুল্লি হাজীগঞ্জ বড় মসজিদে নামাজ পড়া অবস্থায় মোবাইল চুরি। থানায় জিডি