Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর দুর্দান্ত কবিতা “লাশের কবিতা”

বিশিষ্ট কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর দুর্দান্ত কবিতা “লাশের কবিতা”

[] লাশের কবিতা []

আব্দুল্লাহ আল মামুন ‘রিটন’

হয় না খেয়ে মর
আর না হয় ভাইরাসে মর
মোট কথা মরার জন্য তৈরি থাক।

প্রতিদিন দলে দলে মর আর
বাকিরা সবাই আহাজারি কর।
এর পর তুইও এভাবেই লাইনে মর।

লাশ টানা গাড়ির দরকার নেই
ঠেলাগাড়িতে চলবে মৃত লাশের বহন।
মেশিন দিয়ে গর্ত খুঁড়ে সারিসারি পুঁতে দাও
লাশের স্তুপে জ্বলুক চর্বির জ্বালানিতে আলো।

ঈশ্বর ঠিক আছে তো সব?
এই মৃত্যুর মিছিলে আমাকে রাখলে কোথায়?
না কি পাশকেটে লাশের কবিতা লিখতে দেবে?

চারিদিকে শুধু লাশ আর লাশ থাক
আমি আমার কবিতার শব্দ খুঁজে নেব কবর খুঁড়ে।

Powered by themekiller.com