Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর লেখা ” একাকী পুড়ে মরি “

কবি সারমিন জাহান মিতুর লেখা ” একাকী পুড়ে মরি “

একাকী পুড়ে মরি

সারমিন জাহান মিতু
২৯-৫-২০২৩

এখনো সায়ন্তিকা মনে শ্রাবণ ঝরে
পদ্ম বিলে নিস্তব্ধ দুপুর
পুড়ে পুড়ে ক্লান্ত হয়,

অগ্নি ঝড়ে পুড়ে যায় সাজানো
মন সংসার
মৃত্যু নীরবতায় চেয়ে থাকি
হুতাশন দৃষ্টিতে।

হায়রে জীবন আমার
জানা হয় না তুই কেমন,

আলোর যাত্রী হয়ে কেউ পথ দেখায় না
অন্ধ পথের শেষে সূর্যটা কতদূর
বোবা মিছিলে তবু একা হেটে চলা।

নিস্তার দেয়না কোন পথ
কোন মানুষের মুখোশে
দেখা মেলে না কৃষ্ণচূড়া রঙের প্রভাত,

কালো পোশাকে জোছনারা
দলবেঁধে আলোহীন পৃথিবীতে
শুধু রাতের খেলা দেখি
আর নীরবে অগ্নি বৃষ্টিতে ভিজে ভিজে
নিজের হৎপিন্ড পোড়া গন্ধে
একাকী পুড়ে মরি।

Powered by themekiller.com