Breaking News
Home / Breaking News / বাস্তব কবি ফাতেমা খাতুন রুনা এর কবিতা ” কি নাম দিবো “

বাস্তব কবি ফাতেমা খাতুন রুনা এর কবিতা ” কি নাম দিবো “

কি নাম দিবো
ফাতেমা খাতুন রুনা

আমি কষ্ট পাই তবে
কাউকে কষ্ট দিতে পারিনা,
হা হা হা -হো হো হো- তাই তো
আমার সরলতাকে পুজি করে
কেউ আমাকে নির্মম ভাবে ঠকিয়ে
চলে গেছে দূর-দূরান্তে ___

যেদিন থেকে জেনে গেছে তাকে
আমি প্রচন্ড ভালোবাসি
সেদিন থেকে শুরু হলো তার অবহেলা, প্রতারণা ___
আমি তো নির্স্বাথ ভালোবেসেছিলাম
বিনিময়ে পেলাম প্রতারণা,জালিয়াতি,
আচ্চা জালিয়াতিরও তো একটা সিমা রেখা থাকে
কিন্তু তুমি সব ছাড়িয়ে____

এই তোমার নাম বেইমান দিলে কেমন হয়
নাহ, না না এই নাম নয় ভাবতে হবে
ভাবতে ভাবতে হঠাত বলে উঠি
আচ্ছা প্রতারক নামে ডাকি তোমায়___
না না এটাও নয় ওফ লোভি ডাকি
নাহ না মুনাফেক বলি
হুমমম এটাই পার্ফেট নাম____

তুমি তো ব্যক্তিত্বহীন এক লোভী পুরুষ
নারীর টাকার এত লোভ তোমার ছিঃ
নোংরা, নরকের কিট একটা___
ধিক্কার তোমাকে ধিক্কার
মিথ্যাবাদী মিথ্যার একটা সিমা রেখা থাকে
তোমার তাও না-ই ____

আমি লোভি নই
আমি নির্স্বাথ প্রেমিকা ছিলাম
র্স্বাথহীন সেবিকা ছিলাম
তার বিনিময়ে পেলাম কলঙ্কের মালা____

Powered by themekiller.com