Breaking News
Home / Breaking News / আটঘরিয়ায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবারকে গৃহ প্রদান

আটঘরিয়ায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবারকে গৃহ প্রদান

পাবনা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলায় চেষ্টা সংগঠন কর্তৃক অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবারকে “গৃহ প্রদান” করা হয়েছে।

আটঘরিয়া পৌরসভার হাজীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মিনু মিয়ার বিধবা স্ত্রী সাহারা বিবিকে ‘চেষ্টা সংগঠন এর পক্ষ থেকে এই গৃহ প্রদান করা হয়।

সোমবার(৮ মে) সকালে আয়োজিত গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার সহকারী কমিশনার লুৎফুন নাহার, আটঘরিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, চেষ্টা সংগঠনের সভাপতি লায়লা নাজনীন হারুন, সাধারণ সম্পাদক দিলরুবা বেগম, সাংস্কৃতিক সম্পাদক শারমিনা খনম,

প্রচার সম্পাদক কনক, মাহমুদা সুলতানা, মিডিয়া করসপন্ডেন্ট চেষ্টার গুলশান নাসরিন চৌধুরী, সদস্য নিন্মী চৌধুরী, সাহানা আহমেদ, সাকেরা খাতুন, দিলারা আলম, নাসিমা জামানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগন।

চেষ্টা সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন বলেন, চেষ্টা একটি অরাজনৈতিক সংগঠন। গত ২০১১ সাল থেকে ৭১ এর বীর কন্যাদের সম্মান জনক আসনে ও অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করা এবং সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য কাজ করে যাচ্ছে।

মাসুদ রানা
আটঘরিয়া পাবনা

Powered by themekiller.com