Breaking News
Home / Breaking News / মাদারগঞ্জের ঝারকাটা নদীতে ভাসছে গলিত লাশ

মাদারগঞ্জের ঝারকাটা নদীতে ভাসছে গলিত লাশ

জামালপুর প্রতিনিধি :—
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝারকাটা নদী থেকে জামালী গবি (৭০) নামে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়। জামালী গবি ওই ইউনিয়নের পূর্ব জটিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

জানা যায়, সোমবার সকালে উপজেলার ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকায় ঝারকাটা নদী পাড়ে স্থানীয় লোকজন গিয়ে দেখতে পায়, একটি লাশ ভাসছে। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদী থেকে জামালী গবির লাশ উদ্ধার করে। জামালী গবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত দুইদিন আগে তিনি নিখোঁজ হন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামালী গবির লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পরে জামালী গবির পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করে। তারা স্বীকারোক্তি দেয়, জামালী গবি মানসিক ভারসাম্যহীন ছিলো, পানি ডুবে সে মারা গেছে। বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি…

Powered by themekiller.com