Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “চাতক”

কবি ও কলামিস্ট আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “চাতক”

” চাতক ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

চলো আরও একটু রক্ত-জমাট পথ ডিঙিয়ে আরও রক্তক্ষরণে বেঁচে থাকি।
চলো, আরও একটু বিক্রি হয়ে আবার বাজারে উঠি নিলাম ডাকে।

আমার অবস্থান থেকে কখনও চিৎকার করে বলতে নিষেধ, মুক্তি চাই।
আমি মুক্তি চাই আমার অভাবি সংসারের শিকল ভেঙে অনতিবিলম্বে।

অথচ এটা বদ্ধ আশ্রম, ভিতু চোখে চেয়ে আছে রুগ্ন অসংখ্য চোখ
অভাব গিলছে স্বভাবে, প্রতিদিন মরেছে আবার মরছে, মরতেই থাকে।

খুঁড়ে খুঁড়ে ভুখা শতাব্দী হাঁটছে মৌন মিছিলের সাথে তপ্ত পথে
এখানে মাটির সাথে সেঁটে আছে ব্যক্তিগত জরাজীর্ণ বিবেক ও আবেগ।

আমার ক্লান্ত চোখে ক্লান্তির আঁধার দেখে ভোর হয় সন্ধ্যারা আসে
কেউ যদি আলো হাতে এগিয়ে আসতো! স্বাগত জানাতাম তাকে।

Powered by themekiller.com