Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর কবিতা “রাত্রির চোখে জল”

কবি লাজু চৌধুরীর কবিতা “রাত্রির চোখে জল”

রাত্রির চোখে জল/ লাজু চৌধুরী

প্রিয় ছোট বেলা তুমি আমাকে ছেড়ে
চলে গেছো।
পাশে থাকার জন্য কাছে থাকার জন্য তোমাকে কখনও
আমি অনুরোধ রাখিনি।
একটা নিদিষ্ট সময় তুমি আমার হাত ছেড়েছ।
প্রশ্ন রাখিনি তোমার কাছে?

প্রশ্ন করিনি সৃষ্টিকর্তা কাছে —
কারন আমি জানি না আমার জন্মের পরিচয়।
কাক ডাকা অলস দুপুরে রাত্রি দ্বিধা সংকোচ আর দূরত্ব
সব কিছু কে টপকে তৃষ্ণান্ত কাক যেমন ছটফট করে
এই আমি নিলামে বিক্রি হলাম।

আবিষ্কার করলাম নিজের পরিবর্তনের খুব প্রয়োজন
ডিপ্রেশন জীবনের দ্বিতীয় মৃত্যু।
আমি কারো প্রেমে পড়িনি।
প্রেম একটা ম্যাজিক বাস্ক সুতরাং কিছু স্বপ্ন অপূর্ণ থাকুক।
কারন আমার চোখে কখনও স্বপ্ন জন্ম নেয়নি।
আমার চোখ ঘড়ির কাটার মত বিরামহীন
রাত্রির চোখে জল আজন্ম জন্মান্তর।

রাতের আকাশে তাকালে মনে হয় জীবনটা ভীষণ ভারি হয়ে
গেছে।
আমার কাছে এখন দারিদ্রতা নেই।
প্রিয় ছোট বেলা তোমার কাছে আমার নোটিশ
রাত্রির চোখের জল কে মুছে দিবে???

Powered by themekiller.com