Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “মনে পরে “

কবি সারমিন জাহান মিতুর কবিতা “মনে পরে “

মনে পরে
-সারমিন জাহান মিতু
২৪/৪/২০২৩

এ দুঃসময়ে বড়ো একাকী।
আয়নায় উল্টো দিকে তাকালাম।

একবার ফিরে দেখি,
শূন্য দীঘির কালচে জলে ডুবে যাই।

হাত বাড়িয়ে কলমিলতা জড়িয়ে রাখি।

গতকালের চেনা সে মুখ অচেনা।

ছুটে চলি ক্লান্ত পায়ে
একবার যদি দেখা পাই
কোন মানুষের সাথে
দুদণ্ড জিরিয়ে নিতাম
নিতান্ত একমুঠো শান্তি সখা হতো।

মানুষের মেলা পতনের দাপটে
কোথাও হারিয়ে গেছে।

আমি এ বাড়ি থেকে ও বাড়ির আঙিনায়
চিলেকোঠা -ছাদের কার্নিশে
ফুলের সিংহাসনে -প্রজাপতির ডানায়
প্রাণের স্পন্দন খুঁজে খুঁজে
আমি আমার নিস্তব্ধ ভুবনে

পায়ের আওয়াজ শুনি,

জয়ের নেশা মেটানো বাসনায়
আড়চোখে দেখি শুকনো পাতা
ঝরে পরে একটা একটা করে।

জনশূন্য ধরনীর হাহাকারে
আমি আর শুকনো পাতারা।

দূরের মরুভূমির বুকে ছায়ামূর্তি
শকুনির দল উঁকি দেয়।

উষ্ণতার খোঁজে তোমায় অনেক মনে পরে।

Powered by themekiller.com