Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর “বিদায় শর্ত “

কবি ও কলামিস্ট আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর “বিদায় শর্ত “

” বিদায় শর্ত ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

আমার মৃত লাশের উপরে ঝুঁকে পড়োনা
আগ্রহ নিয়ে তাকিয়ে দেখো না খসে পড়া শুষ্ক পাতা।

যখন ঝাউগাছ ছিলাম, তখন বিস্তীর্ণ প্রান্তর
আমাকে বিশাল এলাকা দিয়ে বলেছিল, একা থাক।

কৃষকের মাতলাটা ডালে নিয়েও একলা ছিলাম
ক্লান্ত কৃষকের মুখ ঝুঁকে থাকতো ফসলের দিকে।

যখন চাঁদ ছিলাম আমি- তখনও একাই ছিলাম
যখন সূর্য ছিলাম আমি- তখনও নিঃসঙ্গ ছিলাম।

বিধবা যখন আশ্রয় চেয়েছিল, তখনও একাই
আমি এখনও একাই, বিধবার শাড়িটা শুধু ক্লান্ত চোখে।

আমার বিদায় টা হোক মাটির সাথে নিঃসঙ্গ রাতে
কেউ না ডাকুক হাহাকারে, চাঁদ, বৃক্ষ, সূর্য অথবা চিৎকারে।

Powered by themekiller.com