Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” প্রতীক্ষা”

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” প্রতীক্ষা”

প্রতীক্ষা

সারমিন জাহান মিতু

১৮-৪-২০২৩

প্রতীক্ষার প্রহর গুনে গুনে ফুরিয়ে গেলো ক্লান্ত বসন্ত রাত,

তবুও তো বৈশাখ এলো – পৃথিবীকে জানান দিতে কালবৈশাখী তান্ডবে ভেঙে গেছে কার স্বপ্নের ঘর।

কিন্তু শুকনো পুকুরটার মতো এক ফোঁটা জলের আশায় আমি মর্ত্য লোকে পরে আছি – যদি আসো ক্লান্ত পায়ের আওয়াজ তুলে,

ঘরে ফেরা নাবিকের বেশে- যদি ভালোবাসো আগের মতো পুরনোঅভ্যাসে- তবে চলে এসো যেখানে ধূ-ধূ মাঠে খেলা করে বুনোহাঁসের দল- শালিকের পেখমে পেখমে বৈশাখী বাতায়নে দুলে ওঠে কচি ফসলের ক্ষেত।

যেখানে নীরবতার অবসানে ছুটে চলে শাবক হরিণের প্রথম পৃথিবী স্পর্শ – প্রেম কথা বলে যেখানে প্রকৃতির সাথে মানুষের।

হোক তবে অবসান কবিতার বুক ছুঁয়ে ভেজা পাতার জল রঙের শাড়ির আঁচলা নোনাজলের,
একবার ফিরে এসে দেখো তবে উদাসী বাতাসে কার দীর্ঘনিশ্বাস কাঁদে শুধু প্রতীক্ষায়।

যাকে ভালোবাসো – যে তোমাকে ভালোবাসে তার চোখে কেন রাখো নোনাজল।

Powered by themekiller.com