Breaking News
Home / Breaking News / পুরাণবাজার স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর বর্ষবরণ ও দু’দিনব্যাপি পুর্নমিলনে আলোচনা সভা

পুরাণবাজার স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর বর্ষবরণ ও দু’দিনব্যাপি পুর্নমিলনে আলোচনা সভা

ষ্টাফ রির্পোটারঃ
পুরাণবাজার স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর বর্ষ বরণ উপলক্ষ্যে আজমিরি রাইচ মেলের দ্বিতীয় তলার অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১২ এপ্রিল বুধবার দুপুরে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মোঃ মাইনুল ইসলাম কিশোর। সভায় আগামী বর্ষবরণ ১৪৩০ সালের অনুষ্ঠান সফলভাবে পালন করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ছোট্ট পরিসরে মধুসূদন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিশু কিশোরদের নিয়ে আনন্দমুখর পরিবেশে এ উদযাপন সফল করার সকল প্রস্তুুতি গ্রহন করা হয়েছে। বর্ষ বরণ উপলক্ষে চিত্রাকংন ও সঙ্গীত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থাকার আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহবুবুর রহমান মানিক, সিনিয়র সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সচিব সাংবাদিক এম. আর হারুন, সঙ্গীত বিভাগের অধ্যক্ষ শ্রী মনোজ আচার্যী,সহ সভাপতি শ্রী গবিন্দ সাহা, সাধারণ সম্পাদক এ কে আজাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস কুট্টি,চিত্রাকন বিভাগের শিক্ষক শ্রী লিটন ও জয়। অনুষ্ঠানে সকল পরিচালকদের সমন্বয়ে আগামী ২৫ বৈশাখ দুদিন ব্যাপি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময়ের মধ্যে চিত্রাকন ও সঙ্গীত বিভাগেরে সকলকে পুরস্কৃত করা হবে। এমনকি দুদিন ব্যাপি অনুষ্ঠানে চাঁদপুরের বিশিষ্ট ব্যাক্তিদের নিমন্ত্রণ ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি মনোরম পরিবেশে সফল করার জন্য আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সভাপতি মাইনুল ইসলাম কিশোর বলেন, মরণব্যাধি করোনায় ঝিমিয়ে পড়া স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী আবারও জেগে ওঠতে প্রত্যেকের সহযোগিতায়। দীর্ঘ দেড় যুগের এ সাহিত্য প্রতিষ্ঠানটি আবারও পুনরুজ্জীবিত হবে আশা করি। সভাপতির এমন মন্তব্যে সভায় সকলেই মুগ্ধতা প্রকাশ করেন। বিশেষ করে ২০০৫ সালে ঐতিহাসিক ৭ মার্চ পুরাণবাজারে এ সাহিত্য প্রতিষ্ঠানটি পথ চলা শুরু করে। এ যাবৎকাল প্রতিষ্ঠানটি এখনো তার সুনাম সুখ্যাতি রেখে সরকারী সব অনুষ্ঠান গুলোতে যোগদান করেন। আগামীতেও এ সাহিত্য প্রতিষ্ঠানটি আরো সুনাম সুখ্যাতি নিয়ে এগিয়ে যাবে সে প্রত্যাশা করেই আলোচনা সভা শেষ হয়।

Powered by themekiller.com