Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর কবিতা ” জীবনের রেলক্রসিং”

কবি লাজু চৌধুরীর কবিতা ” জীবনের রেলক্রসিং”

জীবনের রেলক্রসিং
—————-লাজু চৌধুরী –
এটা আমার প্রথম ভোর
তোমাকে আমি আমার মনের কথা বলেছিলাম।
আবার কোন এক বিকেলে……
তোমাকে খুব সহজে বিচ্ছিন্ন করেছিলাম,
তারপর ঠিকানাহীন সব যাবতীয় জীবন চর্চর খুঁটিনাটি
জীবনের রেলক্রসিং এ ফেলে এসেছি।
জীবনকে ভালোবাসা হলো না।

আজ অবধি জীবনের রেলক্রসিং পার হতে….
এখনো কারো হাত ধরিনি।
নিশ্চুপ দেখছি অবাধ্য বাতাস ছুঁয়ে যায় আমার জানালায় ।
অনুভুতি গুলো খোলা মাঠে হামাগড়ি দেয়,
ভালোবাসা আসলে চিনাবাদামের খোসার মত
হাতের তালুতে ফু দিলে হাওয়ায় মিলে যায়।

পড়ে থাকা স্বপ্ন গুলো কচুরী পানার মত ভাসতে থাকে।
জীবনের ভাবনা থেকে বেড়িয়ে যাবো বলে…..
ভাবনার দরজা খুলেছি….
অলস দুপুরে বেলকণিতে পড়ে আছে তামাটে রঙ্গের
ভাবনার দীর্ঘ দিনের ছায়া।
7-3-2021

Powered by themekiller.com