Breaking News
Home / Breaking News / কবি মোঃ সেলিম হোসেন এর কবিতা ” অজানার হাতছানি “

কবি মোঃ সেলিম হোসেন এর কবিতা ” অজানার হাতছানি “

অজানার হাতছানি
মোঃ সেলিম হোসেন

আজকে চলে পুতুল খেলা
কালকে কী যে হবে?
আজকের এই দিনটা কি আর
একই রকম রবে?

আজ আকাশে তারার মেলা
জ্বলছে অবিরত,
কালকে কী আর থাকবে তারা
জ্বলবে মেলার মতো?

ক্ষণে ক্ষণে আসে বদল
পুরাতন যায় ক্ষয়ে,
নতুন আসে নব ক্ষণে
চলে নতুন লয়ে।

আজকে আমরা শিশু যারা
কালকে বড়ো হবো,
কালকের মতো তখন মোরা
এই ধরাতে রবো।

অজানা সেই ভবিষ্যতে
আমরা সবাই চলি,
অজানা কে জেনে তখন
নতুন নামে বলি।

পুরাতনের হাত ধরিয়া
সকল নতুন আসে,
তার ছোঁয়াতে নতুন জগৎ
আপন মনে হাসে।

Powered by themekiller.com