Breaking News
Home / Breaking News / কচুয়ায় আরো একটি মহৎ কাজের উদ্যেগ গ্রহণ করলেন আইনগিরী বাতাবাড়িয়া সমাজকল্যাণ ফাউন্ডেশন

কচুয়ায় আরো একটি মহৎ কাজের উদ্যেগ গ্রহণ করলেন আইনগিরী বাতাবাড়িয়া সমাজকল্যাণ ফাউন্ডেশন

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
মানবতার কল্যাণে আরো একটি মহৎ কাজের উদ্যেগ গ্রহণ করলেন চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী বাতাবাড়িয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন।এই এলাকার মানুষের ফাউন্ডেশনে যাকাত দানের অর্থ আইনগিরী ও বাতাবাড়িয়া গ্রামের মানুষের বিপদ আপদে সুদ মুক্ত ছয় মাস বা এক বছরের মধ্যে ফেরত যোগ্য অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন। রবিবার (২মার্চ) বিকালে আইনগিরী বাজারে ফাউন্ডেশন কার্যালয়ে এ সুদমুক্ত ফেরত যোগ্য এক যুবককে বিদেশ যাওয়ার জন্য ৫০হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি রহিমানগর বেসিক এইড এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ডাঃ শাহজালাল,ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হক শাহজী, আনোয়ারুল হক গাজী, মাস্টার জামাল হোসেন প্রধান, হাফেজ তালুকদার, রাকিব তালুকদার সহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা জানান,, অতীতেও আমরা এ এলাকার মানুষকে স্বাবলম্ভি করার লক্ষ্যে গরু-বকরি সুদমুক্ত ক্রয় করে দিয়ে সমাজের উন্নয়নে প্রসংসনীয় ভূমিকা পালন করে আসছে।সৎ ও নির্স্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য সকলের নিকট দোয়া কামনা করছেন ফাউন্ডেশনের নেতৃত্ববৃন্দরা।

Powered by themekiller.com