Breaking News
Home / Breaking News / বিষ্ণুপুরে জেলেদের মাঝে চাল বিতরণ

বিষ্ণুপুরে জেলেদের মাঝে চাল বিতরণ

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুর সদর ১নং বিষ্ণুপুর ইউনিয়নে কার্ডধারী জেলেদের মাঝে জাটকা রক্ষায় বিশেষ ভিজিএফ কর্মসূচি কার্ডের চাউল বিতরণ অনুষ্ঠিত রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) দিন ব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান শামীম উপস্থিত থেকে সুষ্ঠুভাবে এই চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় ইউনিয়নে নিবন্ধনকৃত ৯’শ ২০ জন জেলের জন্য চাউল আসে। এই দিন দু কিস্তির জাটকা রক্ষা বিশেষ ভিজিএফ কর্মসূচির চাউল ৮০কেজি করে জেলেদের মাঝে বিতরণ করা হয়।

চাউল বিতরণ কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান শামীম বলেন, জাতীয় সম্পদ ইলিশ। এ ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দু মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সরকার অভয়াশ্রম ঘোষণা করেছেন। এ সময় নদীতে সকল প্রকার মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। জাটকা না ধরার জন্যে সরকার নিবন্ধিত জেলেদের এ খাদ্য সহায়তা দিয়েছে। সেই আলোকে ইউনিয়নের ৯শ’ ২০ জন তালিকাভুক্ত জেলের মাঝে এই খাদ্য সহায়তার বরাদ্ধ সরকার দিয়েছে। আমরা নিবন্ধিত সকল জেলেদের মাঝে সমান ভাবে চাউল বন্টন করে দিয়েছি। আমার ইউনিয়নে প্রকৃত আরো জেলে রয়েছে। চেষ্টা করব উপজেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বাকি সকল প্রকৃত জেলেকে জেলে কার্ডের আওতায় আনার।

এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানসুর আহমেদ।

চাউল বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মহসিন হাওলাদার, ১নং ওয়ার্ড সদস্য মোঃ দুলাল বেপারী, ২নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর পাটোয়ার, ৩নং ওয়ার্ড সদস্য শাহ মোঃ জাবেদ, ৪নং ওয়ার্ড সদস্য আব্দুর রহিম কাজী, ৫নং ওয়ার্ড সদস্য সোয়েল খান, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ জয়নাল ঢালী, ৭নং ওয়ার্ড সদস্য বাবুল, ৮নং ওয়ার্ড সদস্য কাজল মিয়া, ৯নং ওয়ার্ড সদস্য মনির খান, ১,২,৩নং ওয়ার্ড মহিলা সদস্য কুলসুম আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা সদস্য রহিমা আক্তার, ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা সদস্য সাজেদা বেগম প্রমুখ।

ক্যাপশন
বিষ্ণুপুর ইউপিতে নিবন্ধিত জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান শামী

Powered by themekiller.com