Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি তুখোড় লেখক সাহি পারভেজ মিজান এর কবিতা “বিপ্লবী প্রেমিক”

বিশিষ্ট কবি তুখোড় লেখক সাহি পারভেজ মিজান এর কবিতা “বিপ্লবী প্রেমিক”

বিপ্লবী প্রেমিক
,,,,,,,,,,,,সাহি পারভেজ মিজান
…………….
নিঃশব্দে হৃদয়ে দহন
প্রনয়ে মরিচিকা
হতাশায় নিজেকে বিসর্জন দেয়ার পায়তারা
ব্যার্থ প্রেমিক তুমি সাবলীল পুরুষ,
নারীর চাতুর্যতায় নিজেকে নিঃশ্ব ভাবো !
এ কেমন কাপুরুষতা !!
ভালোবাসার বিসন্নতায় তুমি অচল মস্তিষ্কের
মুমূর্ষু এক কাপুরুষ।
তুমি হারতে পারোনা
তুমি কি জান
পৃথিবী জুড়ে তোমার ভালোবাসার হাতছানি
প্রনয়ের মিছিলে মিছিলে প্রকম্পিত হবে হৃদয়,
ভালোবাসার বিপ্লবে আচ্ছাদিত হবে তোমার হৃদয়
কোন এক মহিয়সী নারীর অকৃত্রিম ভালোবাসায়
জীবনে আসবে সুখের স্পন্দন।
তুমি পরাজিত প্রেমিক নও
তুমি বিপ্লবী প্রেমিক
ধৈর্যচূত নয়
জয় তোমার সু- নিশ্চিত ।।

Powered by themekiller.com