Breaking News
Home / Breaking News / কবি রৌনকা আফরুজ সরকার এর কবিতা ” বসন্তের ফুলে শেখ মুজিব দোলে”

কবি রৌনকা আফরুজ সরকার এর কবিতা ” বসন্তের ফুলে শেখ মুজিব দোলে”

কবিতাঃ বসন্তের ফুলে শেখ মুজিব দোলে(বঙ্গবন্ধুর জন্মদিন)
কবিঃ রৌনকা আফরুজ সরকার

বসন্তের ফুলে জন্মেছো তুমি শেখ মুজিবুর রহমান
সারাবাংলায় আজও তুমি ভালোবাসায় বহমান,
বসন্ত দিনে ঘটেছে পৃথিবীতে তোমার আগমণ
তোমার জন্মদিনে শুভেচ্ছা জানাতে রঙিন বসন্ত বন।

বঙ্গবন্ধু তুমি রণতূর্য
স্বাধীন বাংলার স্বাধীন সূর্য,
বাংলায় জন্মেছো আর্শীবাদ হয়ে
রেখে গেলে প্রমাণ স্বাধীনতা দিয়ে।

লাল সবুজের পতাকা
তোমার স্বপ্নের রঙে আঁকা,
তোমার স্বাধীন বর্ণমালা
তোমার জন্মদিনে আজও গাঁথে মালা।

আমি বর্ণমালিনী, দু’হাত ভরে বর্ণমালা তুলি
লিখে বাংলা গান, আনন্দে দুলি,
বঙ্গবন্ধু তুমি বাঙালির প্রাণ
আমাদের স্বাধীনতা তোমারই দান।

বসন্তে জন্ম দিবস তোমার
নিও ফুলের শুভেচ্ছা আমাদের, আমার,
তুমি বাঙালিকে দিয়ে গেছো আপন ঠিকানা
বাঙালি তোমার জন্মদিনে পাঠায় শুভকামনা।

বাংলা বর্ণমালা তোমায় খুঁজে প্রতিদিন
তোমার জন্য আমাদের ভালোবাসা গহীন,
১৭ই মার্চ সময় মুজিবের জন্মদিনের কথা বলে ওঠে,
শুভেচ্ছা বাণী তাই ফুল হয়ে ফুটে ঠোঁটে ঠোঁটে।

Powered by themekiller.com