Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “নীরবতার শোধ “

কবি সারমিন জাহান মিতুর কবিতা “নীরবতার শোধ “

নীরবতার শোধ

সারমিন জাহান মিতু

১২-৩-২০২৩

সবকিছুই ঠুনকো কাঁচের মতো ভেঙে যায় একদিন – ক্লান্ত মন রক্তাক্ত,

আহত সুর বদ্ধ হয়ে থাকে মনের চৌকাঠে- শুনতে কি পাও ডানা ভাঙা প্রজাপতির আর্তনাদ।

নিছক প্রশ্ন করা তোমাকে – মন কাকে বলে হয়তো ভুল গেছো তুমিও জীবনের যাঁতাকলে,

আমিও কি ভুলেছি মন নিরুত্তাপে হিম হয়ে – জানিনা উত্তর খুঁজি না কখনো।

ভালোবাসা এঁটো হয় কখনো কখনো অথবা বাসিফুলের মতো পড়ে থাকে অনাদরে,

কিংবা বুকের অতলে কুঁড়ে কুঁড়ে নিঃশেষ হয় নিঃশব্দে -ওখানে খুঁড়ো না কিছু পাবে আস্ত এক মাংস পিন্ড হা করে চেয়ে রবে।

যদি অনুভবে অনুভূতি ছুঁতে পারো- ফিরে এসো নক্ষত্রের গতিপথে,

অথবা শ্যামলী প্রান্তরে যেখানে শিশির ছিলো ঘাসের মগ্ন প্রেমে- নিবিড় স্পর্শে ফুটে ছিলো দোলন,মাধবী লতা।

আমিও নীরবতার খোলসে বরফের নদীতে একমুঠো সোনালী রোদের অপেক্ষায়,

যদি ভালোবাসো উষ্ণ মরুভূমি হয়ে এ শীতল উদ্যোনে উষ্ণতা ঢেলে স্নিগ্ধ প্রেমের রূপালী চাঁদ হও।

আমি আজীবন ভালোবাসার তরে ফোটাতে চাই নীল পদ্ম
তোমারই ভালোবাসার জন্য,

তবে ফুটুক সে ফুল – না হয় পৃথিবী পুড়ে খাক হোক সূর্যটা জলন্ত শিখায় জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দিক- এ আমার নীরবতার শোধ।

Powered by themekiller.com