Breaking News
Home / Breaking News / বঙ্গসভা সাহিত্য সভায় পুরস্কার পেলেন কবি ও সাহিত্যিক রৌনকা আফরুজ সরকার

বঙ্গসভা সাহিত্য সভায় পুরস্কার পেলেন কবি ও সাহিত্যিক রৌনকা আফরুজ সরকার

ষ্টাফ রির্পোটারঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাখা বঙ্গসভা আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষনের তাৎপর্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্জ অধ্যাপক ড. নঈম শেখ। সভায় কবি ও সাহিত্যিক রৌনকা আফরুজ সরকারকে বঙ্গসভা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

কবি ও সাহিত্যিক রৌনকা আফরুজ সরকার সন্মামনা ক্রেষ্ট পেয়ে সকল বিজ্ঞ পরিচালক, আমন্ত্রিত অতিথি ও সভা মঞ্চে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুত্রে জানা যায়, শিক্ষকতার পাশাপাশি কবি ও সাহিত্যিক রৌনকা আফরুজ সরকার চলতি বছর বই মেলায় জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে একটি বই ও কবিতার আরও একটি বই প্রকাশ করেন। এবার বই মেলায় কবি ও সাহিত্যিক রৌনকা আফরুজ এর দুটি বই সাড়া জাগানো। এমনকি বঙ্গনিউজ নামক একটি অনলাইন টেলিভিশনে তাৎক্ষণিকভাবে সাড়া জাগানো বই নিয়ে আলোচনায় যোগদান করেন।

গত ৮ মার্চ বিশাল অনুষ্ঠানটি প্রানবন্ত হওয়ায় ও সাহিত্যের উপর সন্মামনা পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Powered by themekiller.com