Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর “সাহস নেই আমার “

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর “সাহস নেই আমার “

।। সাহস নেই আমার ।।
– আব্দুল্লাহ আল মামুন রিটন

সাহস নেই আমার
তোমার জলরঙা চোখে চোখ রেখে
অবলীলায় মিথ্যে প্রতিশ্রুতির গল্প শোনানোর।

সাহস নেই আমার,
তোমার গালে লালোশার চুমু এঁকে
নগ্ন কামনায় জড়িয়ে ধরে বেহায়া ইচ্ছা মেটানোর।

সাহস নেই আমার,
তোমার বিশ্বাস নিয়ে খেলায় মাততে
অথবা অন্য নারীর চোখে উৎসুক দৃষ্টি মেলাতে।

এদম সাহস নেই আমার
টাইমপাস অথবা মিথ্যে মজায় মেতে
অযথা কোন মিছে মিছি অহেতুক স্বপ্ন চিত্র আঁকতে।

বিশ্বাস করো!
একটুও সাহস নেই আমার,
পারবো না আমি,কখনোই পারবো না
তোমাকে ছেড়ে,ভিন্ন বুকে, অন্য কোথাও সুখী হতে।

💜 ছবিটা “স্কেচ আর্ট এপে” কাজ করছেন প্রিয় ভাই সাংবাদিক এম আর হারুন

error: Content is protected !!

Powered by themekiller.com