ভান্ডারিয়া প্রতিনিধিঃ
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি, এ শ্লোগানকে সামনে নিয়ে ভান্ডারিয়া শহর যুবলীগের আহবায়ক অর্পনের উদ্যোগে শহরের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয় একুশের প্রথম প্রহরে। থানা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশীদ খশরুর উপস্থিতিতে একুশের প্রথম প্রহরে ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে মায়ের ভাষা আনতে যারা প্রান দিয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহরের প্রধান সড়কে এক বর্নাঢ্য রেলী বের করা হয়। শহীদ মিনার থেকে রেলীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারের এসে শেষ হয়। প্রথমে শপথ বাক্য পাঠ করানো হয়। এক সাগর রক্তের বিনিময়ে যারা মাতৃভাষা এনে দিয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করে শহর যুবদল, শহর আওয়ামীলীগ, থানা আওয়ামীলীগ ও আপামর জনতাসহ বেশ কয়েকটি স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা শহীদ বেদীতে ফুলের তোড়া নিবেদন করেন, দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে ভাষা আন্দোলনে যারা প্রান দিয়েছে তাদের জন্য মসজিদ মন্দিরে প্রার্থনা করা হয়। সন্ধায় শহীদ বেদীতে আলোচনা সভা ও শহীদদের প্রতি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ করে মাতৃভাষা বর্তমান সরকারের শাসনামলে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে আজকের বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সকল মুক্তিযোদ্ধাদের যথেষ্ট পরিমান সন্মান ও সহযোগিতা করে যাচ্ছেন বলে স্মরণ সভায় উল্লেখ করা হয়। স্মার্ট বাংলাদেশ হলেই আমাদের আর পিছু ফিরে তাকাতে হবেনা, মধ্য আয়ের বাংলাদেশ আজ শেখ হাসিনার কঠোর পরিশ্রম এবং মেধা দিয়ে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে।
