মোহাম্মদ সিন্টুঃ
গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩ রাত আনুমানিক ২৩.০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদর বাঁশগাড়ি চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর হতে সুরেশ্বরগামী একটি যাত্রীবাহী স্টিলবডি ট্রলার তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মোঃ কিরণ মোল্লা নামক এক ব্যক্তিকে আটক করা হয়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
আটককৃত ব্যক্তি চাঁদপুর সদরের শ্রমিক কলোনি এলাকার বাসিন্দা।
তিনি আরও বেলেন, পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
