Breaking News
Home / Breaking News / নাটোর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নাটোর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নাটোর প্রতিনিধিঃ
শহর উন্নয়ন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ।
আদালতের নির্দেশক্রমে নাটোর শহরের বড়হরিশপুর বাসটার্মিনাল থেকে বনবেলঘরিয়া বাইপাস পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। নাটোরকে নান্দনিক শহরে রূপান্তরিত করার লক্ষ্যে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাইপাস সড়ক নির্মান করার উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানে নাটোর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে একটি যৌথভাবে কাজ করছে।

এতে কোটি টাকা ব্যয়ে শহরের বড় হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পযর্ন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়। এরমধ্যে শহরের জিরো পয়েন্টের উভয় পাশে প্রায় ৭শ’ ফুট দৈর্ঘ্যের সড়ক ১শ’ফুট প্রশস্ত করা হবে বলে সুত্রে জানায়। এর ফলে জমি অধিগ্রহণ কার্যক্রমে অর্থ পরিশোধের জন্য সাড়ে ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে নোটিশও দেওয়া হয়। এরপর গতবছরের ১৬ মে উচ্ছেদ অভিযান চালানো হয়।

Powered by themekiller.com