Breaking News
Home / Breaking News / চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি জাটকা জব্দ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি জাটকা জব্দ

মোহাম্মদ সিন্টুঃ
ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুরের কোস্টগার্ড বেশ তৎপর রয়েছে। ইদানীং মেঘনা পদ্মার বিস্তৃর্ণ এলাকা জুড়ে জাটকা নিধনরোধে অভিযান পরিচালনা করে আসছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩ আনুমানিক ০৬০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মোহনপুর লক্ষীর চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি স্টিলবডি তল্লাশি করে আনুমানিক আনুমানিক ২০০০ কেজি (৫০ মন) জাটকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ১৮ এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

Powered by themekiller.com