Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর লেখা কবিতা ” ভালোবাসার এপাশ ওপাশ “

কবি লাজু চৌধুরীর লেখা কবিতা ” ভালোবাসার এপাশ ওপাশ “

ভালোবাসার এপাশ ওপাশ
———————–লাজু চৌধুরী ❤
তুমি কি কখনও আকাশ ছুঁয়ে দেখেছ?
” আকাশ ছুঁয়ে দেখা হয়নি ঠিক, কিন্তু স্বপ্ন ছুঁয়ে আমার আকাশ ”
আমি প্রতিদিন আকাশ ছোোঁয়ার বিভোর থাকি।

বেলা শেষের বিকেল ছুঁয়েছ তুমি?
” তুমি ছুঁয়ে দিয়েছ বলেই আকাশ তোমার ছুঁয়ে অন্তর।
তবে শেষ বিকেলের গৌধূলী আমাকে ছুঁয়েছে বহুবার ”

ওহ তাই বুঝি,
আমি মধ্য রাতে আমার ব্যালকণিতে রাতের শহরের ল্যাম্প পোষ্টের আসে পাশে তোমার ছায়া দেখতে পাই।
তুমি কি আমার মত করে কখনও অনুভব করেছ তোমার
অনুভূতির পাশে আমি দাঁড়িয়ে আছি?

” খোলা আকাশের বাঁকে আমি শুধু চেয়ে থাকি নিশি রাতের স্বপ্ন বুকে, তোমার মত করে দেখা হয়নি কখনও ”

তোমার বাড়ির ছাদের আকাশ ছুঁয়ে যে চাঁদটা আজ রাতে আমার জানালায় উকিঁ দিয়েছে সম্ভবত তুমি ঘুমে ছিলে।
অনেক কথা হয়েছে তোমাকে নিয়ে
অবশ্য কৌতহোলটা আমারই ছিলো।

” চাঁদের আলো কি আমার বাড়ির ছাদে ফুটে?
সে তো সবার কপালেই জুটে তবে উষ্ণতা আমায় ছুঁয়ে গেছে অস্তাচল ”

সে আমি জানি।
একটা কথা বলবো?

” হা বলো ”
ভীষণ ইচ্ছে হচ্ছে তোমার হাত ধরে পৃথিবীর পথে হাঁটবো
অচেনা শহর, অচেনা জায়গায়।
খড় কুটো দিয়ে গড়ে নিবো নিবাস।

” যদি তাই হয়, তবে হাওয়ায় ভেসে দেখো তুমি আমায়
খুঁজে পাবে।
যদি স্বপ্ন বুনে থাকো তবে বুকে মাথাটি রাখো”

আমি স্বপ্নের জাল বুনতে পারিনা।
তবে হেঁ স্যাঁতস্যাঁতেভাব অলস দুপুরে তোমাকে আমার ব্যালকোণিতে ভীষণ ভাবে চাই।

” তুমি হাতটি বাঁড়াও আমাকে পাবে।এসো তবে বাহু ডোরে
নিখোঁজদের দলে ”

এটাই তো চাই।
আমি মেঘ বালিকা হলে তুমি মেঘ নাথ হবে?

” তবে তাই হোক শেষ বিকেলের আলোয়ে তুমি এসো আমাকে পাবে ”

এই শুনো আমার ভীষণ ইচ্ছে হচ্ছে তোমাকে নিয়ে রাস্তার মোড়ে চা খাবো।
আর যদি বৃষ্টি নামে কান পেতে বৃষ্টির করতালির শব্দ শুনবো।

” এতো টুকুই চাওয়া? না আরো কিছু আছে বাকী ”
হুম আছে তো —-
” বল তবে ”

উপন্যাসের পাতার মত সুদীর্ঘ ছাদে তুমি এবং আমি পাশাপাশি শুয়ে পূর্ণিমার চাঁদ দেখবো।
কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়বো।
অবেশেষে তুমি আমাকে শিশিরের বিন্দু বিন্দু সবুজ ঘাসের ঘাসে তুমি এবং আমি নগ্ন পায়ে হাঁটবো।
আবার ভোরের আলোয়ে ডুবে যাবো।

” যদি ছঁয়ে দেই গা, তুমি কি রেগে যাবে, নাকি ভোরের আলোয়ে দোল হ্নদয়ের বন্দর।
জান মাঝে মাঝে খুব ছুঁতে চায় মন, হারিয়ে ফেলি কল্পনায় ভেসে যাই ঐ দূর সীমানায়,
যেখানে ভাসে তোমার আমার সেই বসন্ত ”

একটু আকটু রাগ অভিমান হতেই পারি।
যদি আমায় অভয় দাও তোমার হ্নদয়ের অরণ্যের বসন্তের মাতাল হাওয়ায় পাগল হয়ে যাবো।

” জানো আমারও না বসন্তকে খুব ছুঁতে ইচ্ছে হয়, কিন্তু তুমি পাশে নেই।
তাই সব ইচ্ছে যায় মরে। তবুও স্বাদ জাগে,
তোমাকে ভেবে আগলে রেখো গহনের গহীনে যেনো
ভালোবাসা থাকে আড়াআড়ি ”

চলো হারিয়ে যাই এই পৃথিবীর মান চিত্রে।

” তুমি যদি চাও তবে তাই হোক তবে আগলে রেখো গহনের গহীনে যেনো ভালোবাসা থাকে আড়াআড়ি
রাখবে তো? ”

হুম আজন্ম।

” কাল ভোরে যদি তোমায় ছুঁতে চাই মন প্রান দেবে তো ধরা? নাকি পালাবে ছলে অজুহাত ফেলে শুন্য অভিশারে ”

না গো আমি তো তোমার গহীনে আছি সর্বক্ষন।
” এখন আমি তোমার নীরব উপস্থিত টের পাই।
কেমন যেমন ঠান্ডা হাওয়ার স্রোতে হ্নদয়কে ছুঁয়ে যায়।
দেবে কি তব এতোটুকু থাই? ”

আজন্ম দিয়ে যাবো সময় ভালোবাসার আড়াআড়ি।

Powered by themekiller.com