Breaking News
Home / Breaking News / কবি লাজু চৌধুরীর অসাধারণ কবিতা ” অভয় “

কবি লাজু চৌধুরীর অসাধারণ কবিতা ” অভয় “

আমি তোমাকে খোলা আকাশ দিতে চাইলাম।
তুমি চাইলে পৃথিবীর মানচিত্র।
আমি তোমাকে শীতল দীঘি দিবো —
পাল তোলো নৌকা দিবো আকাশের বুক চিরে যখন বৃষ্টি নামবে শীতল দীঘিতে —–
তোমার মন ছুঁয়ে যাবে আকাশের বুকে।
যদি তা না হয়
তাহলে আমি দীঘির জলে ডুবে মরবো।
সাঁতার যদি তুমি পারো—–
তাহলে আমি জানি তুমি দীঘির জলে ডুবে ডুবে আমায় খুঁজবে।

একদম বলছি আমাকে কোথাও খুঁজে পাবে না।
কেউ হারিয়ে যায় না ——
হারিয়ে যাবার পথ দেখায়।
সত্যি বলছি তোমাকে আমি খোলা আকাশ দিবো
মনের ভিতরের অন্ধকার দূর করে তোমার হাত ধরে বাঁচবো।
অভয় দেবে তো।

অভয় ——লাজু চৌধুরী
16-12-2023

error: Content is protected !!

Powered by themekiller.com